কোথায় হারিয়ে গেলেন ‘থ্রি ইডিয়েটস’ এর রাজু রাস্তোগি? এখন কি করছেন তিনি?

বলিউডে (Bollywood) কেরিয়ারের শুরুতে ফ্লপ ছবিতে অভিনয় করেও আজ সুপারস্টার হয়েছেন বহু তারকা, কিন্তু হিট ছবি দিয়ে কেরিয়ার শুরু করার পরেও সিনেমার দুনিয়া থেকে সরে আসতে হয়েছে অনেককে। তাদের আজ সিনেমার পর্দায় খুব বেশি দেখিও যায় না।

বলিউডের এমন এক অভিনেতা হলেন শরমন জোশী (Sharman Joshi)। কখনও ‘থ্রি ইডিয়টস’ (3 Idiots) রাজু রস্তোগি আবার কখনও বা ‘রং দে বসন্তি’ (Rang De Basanti) সুখির চরিত্রে অভিনয় করতে দেখেছি আমরা তাকে। এমন দুটি ছবিতে অভিনয় করার পরেও আজ তাকে বলিউডে প্রায় দেখাই যায় না।

RAJU RASTOGI

১৯৭৯ সালে ২৮ এপ্রিল নাগপুরের এক গুজরাটি পরিবারে জন্ম হয় শরমনের। তার পরিবারের সদস্যদের মধ্যে অনেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রেই অভিনয়ের প্রতি আগ্ৰহ জন্মেছিল শরমনের। তারপর পড়াশোনা শেষ করে থিয়েটারের সঙ্গে যুক্ত হন তিনি।

জনপ্রিয় একটি গুজরাটি নাটকে বধিরের চরিত্রে অভিনয় করে খুব প্রশংসিত হয়েছিলেন তিনি। প্রায় তিন ধরে নাটকটির ৫০০-র বেশি শো করেছিলেন তিনি। সেই নাটকে তিনি একটি কমেডি চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও নাটকে তিনি অভিনয় করেছেন।

Sharman Joshi

প্রথমবার তাকে বড় পর্দায় দেখা গিয়েছিল শাবানা আজমি অভিনীত ‘গডমাদার’ ছবিতে। এরপর ‘স্টাইল’, ‘এক্সকিউজ মি’, ‘শাদি নম্বর ১’ মতো ছবিতে অভিনয় করেন তিনি। ২০০৬ সালে ‘রং দে বসন্তি’ এবং ‘গোলমাল’ মুক্তি পাওয়ার পরেই দর্শকদের খুব জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

Sharman Joshi

হেট স্টোরি ৩’, ‘ওয়াজা তুম হো’, ‘১৯২০ লন্ডন’ মতো বি-গ্ৰেড ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। হয়তো ধরনের ছবিতে অভিনয় করার ফলে কেরিয়ার‌ ধীরে ধীরে শেষ হয় যায় তার। এখন বলিউড থেকে অনেকটা দূরে সরে গিয়েছেন তিনি।