১৬ বছরে আমূল বদলেছে চেহারা! কোথায় হারিয়ে গেলেন থ্রি ইডিয়টসের চতুর রামালিঙ্গাম?

থ্রি ইডিয়েটস মুক্তি পাওয়ার পর দেখতে দেখতে পেরিয়ে গেল ১৬ টা বছর। তবুও দর্শকদের মনে অমলিন রাঞ্ছো, ফারহান এবং রাজুরা। সেই সঙ্গে আরেকটি চরিত্র এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। সে ছিল ইঞ্জিনিয়ারিং কলেজের অত্যন্ত স্টুডিয়াস কিন্তু কুট বুদ্ধির শিরোমণি চতুর রামালিঙ্গম। যার আরেক নাম ছিল সাইলেন্সার। এই চরিত্রে অভিনয় করেছিলেন ওমি বৈদ্য। তিন নায়কের তুলনায় কোনও অংশেই কম ছিলেন না তিনি। বর্তমানে সেই অভিনেতা কোথায় আছেন জানেন?

কোথায় হারিয়ে গেলেন থ্রি ইডিয়টস এর সাইলেন্সার?

২০০৯ সালের পর কেটে গিয়েছে বহু বছর। থ্রি ইডিয়টস সিনেমার প্রধান প্রধান চরিত্র যেমন আমির খান, আর মাধবন, শরমন জোশিরা এখনো বলিউডের সঙ্গে জুড়ে আছেন। কিন্তু ওমি বৈদ্যকে এখন আর হিন্দি সিনেমায় পাওয়া যায় না। অথচ ওই সিনেমার পর তার ফ্যান ফলোয়িং অনেক বেড়েছিল। দর্শকরা তাকে বারবার ফিরে পেতে চান। সেই ওমি বৈদ্য এখন ভক্তদের মনে শুধুই একটা স্মৃতি হয়ে রয়েছেন। ওমি বৈদ্য কি অভিনয় ছেড়ে দিয়েছেন?

Where Is 3 Idiots Fame Actor Omi Vaidya Now

থ্রি ইডিয়টস এর পর ওমি বৈদ্য কিছুদিন বলিউডেই ছিলেন। কমেডি রোলেই অভিনয় করছিলেন তিনি। তাকে ইমরান হাশমি, অজয় দেবগনের সঙ্গে দিল তো বাচ্চা হে জি সিনেমাতে দেখা গিয়েছিল। কিন্তু এরপর বলিউড থেকে কোথায় যেন হারিয়ে গেলেন তিনি। বহু বছর পর আবার সোশ্যাল মিডিয়াতে ধরা দিলেন সকলের প্রিয় এই অভিনেতা। তবে এর মাঝে তার চেহারাতে অনেক পরিবর্তন এসেছে। এখন আর তাকে দেখলে চিনতে পারবেন না।

আরও পড়ুন : সেলসম্যান থেকে টলিউড অভিনেতা! ঋত্বিক চক্রবর্তীর জীবন সিনেমার থেকে কম নয়

ওমি বৈদ্যর নতুন লুক

সোশ্যাল মিডিয়াতে ওমি যে ছবি শেয়ার করেছেন তাতে তাকে উজ্জ্বল রঙের শার্ট, নীল ডেনিম, গলায় চেইন, চোখে চশমা দিয়ে ক্যাজুয়াল লুকে দেখা গেল। এতগুলো বছর পেরিয়েও তার চেহারা ভাঙ্গেনি বরং বেড়েছে গ্ল্যামার। চেহারাতে বয়সের ছাপ পড়েনি, বরং স্টাইল বেড়েছে। তাকে দেখে নেট নাগরিকরা লিখছেন, ‘‘সাইলেন্সার এখন কিউট নয়, বরং কুল।”

আরও পড়ুন : ৫২ বছরেও অবিবাহিত! কার প্রেমে পড়ে আজীবন বিয়েই করলেন না টাব্বু?

ওমি বৈদ্য এখন কী করছেন?

এখন বলিউড ছেড়ে মারাঠি সিনেমাতে কাজ করছেন ওমি। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনাও করছেন। অ্যামাজন প্রাইম ভিডিওতে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘আয়চা গাওয়াত মারাঠিত হোল’ নামের একটি সিনেমা যেখানে তিনি অভিনয় করেছেন। এটি একটি কমেডি সিনেমা যে সিনেমা তার প্রোডাকশন হাউজের অধীনে তৈরি হয়েছে।