‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার অভিনেতারা আজ কে কী করছেন? দেখুন তাদের বর্তমান অবস্থা

২৫ বছরে কতটা বদলেছেন ‘হাম আপকে হ্যায় কৌন’ (Hum Aapke Hain Koun) অভিনেতারা? বর্তমানে তারা কে কোথায় কী করছেন? এদের মধ্যে কেউ কেউ অভিনয় ছেড়েছেন। কারও আবার অকাল মৃত্যু ঘটেছে। বলিউডের সেই সুপারহিট ছবির তারকারা এখন কে কোথায় আছেন জেনে নিন। একইসঙ্গে জেনে নিন তাদের বর্তমান পরিস্থিতি।

সালমান খান (Salman Khan) : বিগত ২৫ বছরে নিজেকে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বলিউডে। এই সিনেমার সিনেমার সময় সালমান খান ছিলেন বলিউডের নবাগত অভিনেতা। আর মাধুরীর কেরিয়ার ছিল তখন তুঙ্গে। দুজনের কেমিস্ট্রি খুবই পছন্দ করেছিলেন দর্শকরা।

MADHURI DIXIT

মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) : অভিনয় ছেড়ে এখন ঘরকন্না নিয়ে ব্যস্ত মাধুরী দীক্ষিত। ৯০ এর দশকের অন্যতম সেরা অভিনেত্রী ছিলেন তিনি। একের পর এক হিট সিনেমা আছে তার ঝুলিতে। কিন্তু বিয়ে করার পর চিকিৎসক স্বামী এবং দুই ছেলের সঙ্গে বছরের বেশিরভাগ সময় বিদেশেই থাকেন মাধুরী। বিয়ের পর খুব কম ছবি করেছেন তিনি।

মণীশ বহেল (Mohnish Bahl) : এই সিনেমায় সালমানের দাদা বলিউডে সেভাবে সুযোগ পাননি। কিছু কিছু সিনেমাতে তিনি নায়কের বন্ধু কিংবা ভিলেনের ভূমিকাতে অভিনয় করেন। বলিউডের সেভাবে কেরিয়ারে গতি না পেয়ে টিভি সিরিয়ালে অভিনয় করতে শুরু করেন এই অভিনেতা।

Renuka Shahane

রেনুকা সাহানে (Renuka Shahane) : রেনুকা এই সিনেমাতে মাধুরীর দিদি হয়েছিলেন। তিনি বিয়ে করেছিলেন অভিনেতা আশুতোষ রানাকে। বলিউডে সেভাবে সুযোগ না পেয়ে রেনুকা টিভি সিরিয়ালে অভিনয় শুরু করেন।

আলোকনাথ (Alok Nath) : বলিউডের ‘সংস্কারি বাবা’ আলোকনাথ একটার পর একটা বলিউড সিনেমাতে দাপটের সঙ্গে কাজ করেছেন। পরের দিকে টিভি সিরিয়ালে অভিনয় করতে শুরু করেন তিনি।

Reema Lagoo

রিমা লাগু ‌(Reema Lagoo) : বলিউড মাদার হিসেবে পরিচিত এই অভিনেত্রী সিরিয়ালেও দারুণ সুনাম পেয়েছিলেন। ২০১৭ সালে তার মৃত্যু হয়।

অনুপম খের (Anupam Kher) : আজও দাপটের সঙ্গে অভিনয় করছেন অনুপম খের। সিনেমার পাশাপাশি থিয়েটারেও যথেষ্ট সক্রিয় তিনি।

Himani Shivpuri

হিমানি শিবপুরী (Himani Shivpuri) : সিনেমার পাশাপাশি সিরিয়ালেও দাপটের সঙ্গে কাজ করেছেন হিমানি। তার ঝুলিতেও বলিউডের একাধিক হিট গান সিনেমা আছে।

বিন্দু (Bindu) : এই সিনেমাতে সুপার স্টাইলিশ মামীর ভূমিকাতে অভিনয় করেছিলেন বিন্দু। ২০০৪ সাল পর্যন্ত তিনি অনেক সিনেমাতে অভিনয় করেন। ‌কিন্তু ২০০৪ সালে ‘ম্যায় হু না’র পর অভিনয় ছেড়ে দেন বিন্দু।

আরও পড়ুন : চিরতরে অভিনয় ছাড়লেন ‘১২ ফেল’ বিক্রান্ত মাসে, নেপথ্যে রয়েছে এই একটি কারণ

Satish Shah

সতীশ শাহ (Satish Shah) : সতীশ শাহ বলিউডের জনপ্রিয় একজন অভিনেতা। এখন তিনি সিরিয়ালের পর্দাতে অভিনয় করেন। সারাভাই ভার্সেস সারাভাই তার জনপ্রিয় টেলিভিশন কমেডি সিরিজ।

লক্ষ্মীকান্ত বার্দে :‌ সালমান খানের বিশ্বস্ত চাকর কাম বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন লক্ষ্মীকান্ত। এরপরেও তিনি অসংখ্য ছবি পেয়েছিলেন। ২০০৪ সালে কিডনির অসুখে ভুগে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : ‘আওয়ারা ভমরে’ গেয়ে রাতারাতি বিখ্যাত, কোথায় হারিয়ে গেলেন হেমা সরদেশাই?

Dilip Joshi

দিলীপ জোশি (Dilip Joshi) : ভোলা প্রসাদ চরিত্রে দিলীপের সাবলীল অভিনয় আজও মনে রেখেছেন দর্শকরা। দিলীপ পরবর্তী দিনে ‘তারক মেহতা কা উলটা চশমা’ টিভি সিরিজের জন্য আরও বিখ্যাত হন।

রেডো (Redo) : নায়কের সেই পোষ্য টাফিকে মনে আছে? যাকে ছাড়া সালমান এবং মাধুরীর মিল হত না। ছোট্ট সেই পোষ্যকে ‌দত্তক নিয়েছিলেন মাধুরী। ২০০০ সালে তার মৃত্যু হয়। ততদিন পর্যন্ত সে মাধুরীর কাছেই ছিল।