কলকাতার মেট্রো পরিকাঠামোয় একের পর এক পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধার কথা ভেবে একের পর এক পদক্ষেপ নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। ইস্ট ওয়েস্ট মেট্রো শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড নতুন মেট্রো চালু করবে খুব শীঘ্রই। কাজ এখন চলছে জোর কদমে। যাত্রীরাও এই লাইনে নতুন মেট্রোর অপেক্ষায় দিন গুনছেন। তাদের এই অপেক্ষার অবসান হবে কবে? কবে শিয়ালদাহ থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা চালু হবে?
শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড কবে চালু হবে মেট্রো পরিষেবা?
শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মাঝখানে ২.২ কিলোমিটারের রাস্তা। এই পথ জুড়ে গেলে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রীরা মেট্রোতে যাতায়াত করতে পারবেন। এর ফলে সারাদিনে ট্রেনের সংখ্যাও বাড়বে। একই সঙ্গে বাড়বে যাত্রীদের সংখ্যা। তাই স্টেশনগুলোতে অতিরিক্ত কর্মী এবং রক্ষীর প্রয়োজন হবে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে পরিষেবা শুরু হওয়ার পর ভিড় সামলানোর জন্য একটি বেসরকারি সংস্থা থেকে ১২০ জন কর্মী নেওয়া হয়েছিল। কিন্তু গত মার্চ মাসে হঠাৎ ৭০ জন কর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়।
বর্তমানে এই পথে দুটি লাইনে একটি করে ট্রেন চলে। কোন প্লাটফর্ম থেকে কোন দিকে যাওয়ার ট্রেন পাওয়া যাবে বুঝতে বেশ অসুবিধা হচ্ছে যাত্রীদের। স্টেশনে কর্মী সংখ্যাও কম। তাই যাত্রীদের বেশ ভোগান্তির মুখে পড়তে হয়। এমন অবস্থায় যদি কোনও বিপদ ঘটে তাহলে কীভাবে তা সামাল দেওয়া যাবে সেই প্রশ্নও উড়িয়ে দেওয়া যায় না। মেট্রোর অভ্যন্তরে বেসরকারিকরণ নিয়ে চর্চা রীতিমতো তুঙ্গে। কাজেই এই নিয়ে মেট্রোর সরকারি কর্মী সংগঠনের মধ্যেও ক্ষোভ রয়েছে।
আরও পড়ুন : ছেঁড়া টিকিট নিয়ে কি ট্রেনে ওঠা যায়? টিকিট ছিঁড়ে গেলে কী করবেন?
আরও পড়ুন : বাস ধর্মঘটের ডাক, হয়রানির মুখে যাত্রীরা! কতদিন বন্ধ থাকবে বাস চলাচল?
জটিলতা বাড়ছে পরিস্থিতির
কলকাতা মেট্রোর সরকারি কর্মী সংগঠন মেট্রো রেলওয়ে মেনস ইউনিয়ন মেট্রোর বেসরকারিকরণের বিপক্ষে। বেসরকারি এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগ করে কাজ চালানোর ঘোর বিরোধিতা করছেন তারা। যাত্রী সুরক্ষার্থে অবিলম্বে রেল মন্ত্রকের সঙ্গে কথা বলে মেট্রো কর্তৃপক্ষ নতুন কর্মীর ব্যবস্থা করুক এমনটাই দাবি তাদের। কর্মীর অভাবে মেট্রোর অভ্যন্তরে বিবাদ এখন তুঙ্গে। এই পরিস্থিতিতে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের পথে কবে থেকে যাত্রীদের জন্য পরিষেবা চালু করা যাবে সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে।