‘দিদি নাম্বার ১’ এর পোডিয়ামে নিজের জন্য কী কী রাখেন রচনা? লিস্ট দেখলে চমকে যাবেন

Rachana Banerjee In Didi Number One : বাংলা টেলিভিশনে অনেক নতুন নতুন রিয়েলিটি শো এসেছে, আবার বন্ধও হয়ে গিয়েছে। কিছু কিছু শো বছরের একটা নির্দিষ্ট সময়ে শুরু হয় আলাদা আলাদা সিজন নিয়ে। তবে সেগুলোরও একটা শেষ রয়েছে। কিন্তু জি বাংলা (Zee Bangla) চ্যানেলের দিদি নাম্বার ওয়ান (Didi Number One) -এর কার্যত অন্ত নেই কোনও। বছরের পর বছর কেটে গেলেও এই শোয়ের সম্প্রচার একদিনও বন্ধ হয়নি।

রচনা ব্যানার্জী (Rachana Banerjee) -র সঞ্চালনায় দিদি নাম্বার ওয়ান এর জনপ্রিয়তা যেন এক আলাদা মাত্রা পেয়েছে। সিনেমা ছেড়ে দিলেও এই শো এর মাধ্যমে ভক্তদের খুব কাছাকাছি রয়েছেন রচনা। প্রত্যেকদিন নিয়মমাফিক তাকে শুটিং সেটে আসতে হয়। দিনভর শুটিংয়ের মধ্যেই ব্যস্ত থাকতে হয়। কাজেই শুটিং সেটেই নিজের জন্য ছোট্ট একটা সংসার গড়ে নিতে হয়েছে রচনাকে।

RACHANA BANERJEE

রোজ দিনে অন্ততপক্ষে ১০ থেকে ১২ ঘন্টা একটি নির্দিষ্ট জায়গায় কাটাতে গেলে অবশ্যই কাজের ফাঁকে ফাঁকে নিজের আলাদা যত্নও নিতে হয়। বিশেষ করে রচনা ব্যানার্জী হলেন পাবলিক ফিগার। শরীরস্বাস্থ্য নিয়ে তাকে অনেক বেশি সচেতন থাকতে হয়। দিনের একটা বড় অংশ দিদি নাম্বার ওয়ান লেখা পোডিয়ামে দাঁড়িয়ে কাটিয়ে দেন রচনা। জানেন সেখানে আসলে কী কী থাকে?

কিছুদিন আগেই সেলিব্রিটি স্পেশাল পর্বে অভিনেত্রী রাজশ্রী দিদির পোডিয়াম ঘেঁটে বের করে এনেছিলেন একটা ছোলার কৌটো এবং হজমির কৌটো। তবে রচনা শুধু এই দুটি জিনিসের উপর দিনভর নির্ভর করে থাকেন না। শুটিং সেটে তার পোডিয়ামটি যেখানে রয়েছে তার অন্য প্রান্তে একটা ছোট্ট টেবিল রাখা থাকে। সেখানেই থাকে রচনার সমস্ত জিনিস।

RACHANA BANERJEE

শুটিংয়ের ফাঁকে ফাঁকে বিশ্রাম নেওয়ার জন্য সেখানেই বসে পড়েন রচনা। টেবিলে রাখা থাকে একগুচ্ছ জিনিস, যেগুলো সারাদিনে তার প্রয়োজন পড়ে। সেখানে তার জন্য থাকে দুটি টিফিন বাক্স। থাকে চায়ের কাপ, খাতা এবং পেন্সিল। ক্যামেরা বন্ধ হলে তিনি ওই টিফিন খুলে খাবার খেয়ে নেন।

rachana banerjee

আরও পড়ুন : রচনার প্রথম প্রেমিক, লুকিয়ে বিয়েও করেছিলেন দুজনে, আজ তিনি কোথায় জানেন?

তার ওই খাতায় লেখা থাকে ফলের তালিকা। এছাড়া খেলার কিছু নিয়মকানুনও সেখানে লেখা থাকে। শুটিং সেটে এভাবেই একটা ছোট্ট সংসার পেতে ফেলেছেন রচনা ব্যানার্জী। মাঝে মাঝে কাজের চাপ থাকলে এখানে তাকে দিনে দুই থেকে তিনটি পর্বেরও শুটিং করতে হয়। তাই নিজের সমস্ত জিনিস সঙ্গেই রাখেন রচনা।

আরও পড়ুন : ‘চিরযৌবনা’ রচনার সৌন্দর্য্যের রহস্য কী? Didi No 1 সেটে হাটে হাঁড়ি ভাঙলো অভিনেত্রীর