কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে টলিউড ইন্ডাস্ট্রিতে বিতর্কের ঝড় উঠেছে। কাঞ্চন যেভাবে জুনিয়র ডাক্তারদের কটাক্ষ করেছিলেন বোনাস, বেতন পাওয়া নিয়ে, তাতে শিল্পী জগতের একাংশ প্রশ্ন তুলেছিলেন। এমনকি কাঞ্চনের সহকর্মীরা পর্যন্ত তাকে ত্যাগ করেছেন। বিতর্কের জল বহুদূর গড়িয়েছে। এমতাবস্থায় কী বলছেন কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী পিঙ্কি ব্যানার্জী (Pinky Banerjee)?
টলিউডের তাবড় তাবড় শিল্পীরা সোশ্যাল মিডিয়াতে কাঞ্চনকে ত্যাগ করার কথা ঘোষণা করেন। কারণ শুধু ডাক্তারদের নয়, টলিউড শিল্পীরা যারা প্রতিবাদ করছেন, তাদের পাওয়া সরকারি পুরস্কার নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। প্রশ্ন তুলেছেন, সরকারি পুরস্কার তারা ফেরত দেবেন কিনা? এতে আত্মসম্মানে লেগেছে সুদীপ্তা চক্রবর্তী, চন্দন সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সুজন নীল মুখোপাধ্যায়, ঋদ্ধি সেন, অনন্যা চট্টোপাধ্যায় থেকে মানসী সিনহা এবং অন্যান্যদের।
কাঞ্চনকে শুধু সোশ্যাল মিডিয়াতে ত্যাগ করা নয়, অভিনেতার সঙ্গে পেশাদারী সম্পর্ক ছিন্ন করেছেন বহু তারকা। তবে বিতর্ক এখানেই থেমে থাকেনি। সুদীপ্তা, চন্দন সেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়রা সরকারি পুরস্কার ফেরত দেওয়ার ঘোষণা করেন প্রকাশ্যে। মানসী সিনহাও এরপর কাঞ্চনকে ত্যাগ করার কথা ঘোষণা করেন। তাকে সমর্থন জানিয়েছেন পিঙ্কি ব্যানার্জী।
মানসী মঙ্গলবার সকালে ফেসবুকে একটি পোস্টে লেখেন, কাঞ্চন মল্লিক এতদিন বন্ধু তালিকায় ছিলেন বলে, কাল থেকে বড়ই মুষড়ে ছিলুম। আজ চন্দন সেন এবং বিপ্লব বন্দ্যোপাধ্যায় পিঠ চাপড়ে বলে উঠলেন.. “হাল ছেড়ো না বন্ধু! কালকেই বন্ধু তালিকা থেকে এক ধাক্কায় বার করে দিয়েছি কাঞ্চনকে। চন্দনদা আর বিপ্লব সেই তালিকায় বর্তমান বলে, আজ ভারি গর্ব হচ্ছে…।”
মানসীর এই পোস্টের নিচে নেট নাগরিকরাও তাকে সমর্থন জানিয়েছেন। সেই দলে রয়েছেন পিঙ্কিও। তিনি ছোট্ট করে কমেন্ট করে ‘রেস্পেক্ট’ অর্থাৎ সম্মান লেখা ইমোজি জুড়ে দিয়েছেন। উল্লেখ্য, পিঙ্কি কিন্তু কাঞ্চন কিংবা শ্রীময়ীর মত আর জি কর প্রসঙ্গে ঘরে বসে থাকেননি। মেয়েদের রাত দখলের রাতে ১০ বছরের ছেলেকে নিয়ে তিনি পথে নেমেছিলেন। সরাসরি কাঞ্চনকে নিয়ে কোনও মন্তব্য না করলেও তিনি যে কাঞ্চনের বিপক্ষে রয়েছেন তা বারবার বুঝিয়েছেন।
আরও পড়ুন : “কাঞ্চন ভুল কিছু বলেননি…!”, কাঞ্চনের পক্ষ নিয়ে কড়া জবাব শ্রীময়ীর
আরও পড়ুন : যৌন হেনস্থায় অভিযুক্ত টলিউডের ৬০% পরিচালক! প্রকাশ্যে এল চাঞ্চল্যকর অভিযোগ
সুদীপ্তা যেদিন কাঞ্চনের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে তার বিবেক বুদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সেই পোস্টটি পিঙ্কিও নিজের ওয়ালে শেয়ার করেন। এদিকে কাঞ্চন মল্লিক থেকে শুরু করে লাভলী মৈত্র সহ তৃণমূল দলের নেতাকর্মীরা যেভাবে একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন তাতে অস্বস্তি বাড়ছে দলের। তাই দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সতর্ক করেছেন সকলকে। এরপরই ক্ষমা চাইতে বাধ্য হন কাঞ্চন এবং শ্রীময়ী।