থালাপতি বিজয়কে কেন দক্ষিণ ভারতের ডেমি-গড বলা হয়?

কেরিয়ারের শীর্ষে থাকতেও কেন হঠাৎ অভিনয় ছেড়ে রাজনীতিতে পা দিলেন থ্যালাপতি বিজয় (Vijay)? কেনই বা দক্ষিণের মানুষেরা তাকে মাথায় করে রাখেন? কী এমন রহস্য লুকিয়ে রয়েছে দক্ষিণ ভারতের এই সুপারস্টারের জীবনে, যা তাকে স্রেফ নায়ক থেকে জননেতায় পরিণত করল?

বিজয় দক্ষিণের এমন এক তারকা যার সিনেমা লিস্টের ৮৫ % হিট। এমন রেকর্ড বিশ্বের খুব কম সংখ্যক তারকারই আছে। তার প্রথম সিনেমা তেমন চলেনি। দ্বিতীয় সিনেমা ছিল অ্যাভারেজ। তৃতীয় সিনেমা থেকে বক্স অফিস কাঁপাতে শুরু করেন বিজয়।

Vijay

আসলে দক্ষিণের দর্শকদের উপর তাদের সিনেমার নায়কদের প্রভাব থাকে খুব বেশি। যদি সেই নায়ক একের পর এক হিট সিনেমা দেন, সেই সঙ্গে তার পর্দার বাইরের ইমেজ থাকে ক্লিন, যদি সমাজসেবার সঙ্গে তিনি যুক্ত থাকেন, তাহলে তাকে ভগবানের আসনে বসান দক্ষিণের মানুষরা। বিজয়ের ক্ষেত্রেও তাই হয়েছে।
তিনি বারবার প্রমাণ করেছেন যে একজন নায়কের কাজ শুধু সিনেমা করা নয়। যখনই সাধারণ মানুষের উপর অন্যায় হয়েছে, তিনি প্রথম সারিতে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন। সরকারের তোয়াক্কা না করেই তিনি মুখ খুলেছেন। তার এই নির্ভীকতা এবং জনদরদী মনোভাবই তাকে ভক্তদের কাছে ভগবানের আসনে বসিয়েছে।

আরও পড়ুন : ভারতের নতুন ন্যাশনাল ক্রাশ! বেবি জন সিনেমার এই অভিনেত্রী আসলে কে?

Vijay

আরও পড়ুন : লরেন্স বিষ্ণৌইকে যোগ্য জবাব দিলেন সালমান খান! ভিডিও দেখে চমকে উঠলো গোটা দেশ

“থ্যালাপতি” অর্থাৎ নেতা। তার এই নাম শুধু তার পর্দার চরিত্রের জন্য নয়, বরং বাস্তব জীবনে তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতার জন্যই তাকে দেওয়া হয়েছে। তার পর্দার ইমেজকে পেছনে ঠেলে সাধারণ মানুষের কাছে তিনি আজ শুধু এক অভিনেতা নন, তাদের আশা-ভরসার প্রতীক। সেই কারণেই, কেরিয়ারের শীর্ষে থেকেও বিজয় অভিনয় ছেড়ে রাজনীতিতে পা রাখার সাহস দেখিয়েছেন।