কুমার শানুর মেয়েরা কী করেন? কীভাবে চলে সংসার?

কাজ দেয় না বলিউড (Bollywood)। তবুও রাজার হালে দিন কাটছে কুমার শানুর (Kumar Sanu)। তার দুই মেয়েই আজ প্রতিষ্ঠিত। মেয়েদের প্রতিষ্ঠিত করার জন্য কোনও কার্পণ্য করেননি তিনি। শানুর এমন বিলাসিতা দেখে তার কলিগদেরও চোখ কপালে ওঠে। কোথা থেকে এত টাকা জোগাড় করেন কুমার শানু? তার মেয়েরাই বা কী করেন? আজ আপনাদের শোনাবো কুমার শানুর সংসারের হাঁড়ির খবর।

সম্প্রতি ভারতী সিং এবং হর্ষের একটি টক শোতে অংশ নিয়েছিলেন কুমার শানু। সেখানে কথায় কথায় কুমার শানুর ব্যক্তিগত জীবনের কথা ওঠে। শানু নিজেই বলেন তিনি কোনদিনও খরচার কথা ভাবেননি। যা মনে হয়েছে তাই করেছেন। তার কলিগরাও পর্যন্ত অবাক হয়ে তাকে প্রশ্ন করেছেন এমন বিলাসিতার মধ্যে দিন তিনি কীভাবে কাটাতে পারেন? শানু উত্তর দেন, আসলে নাকি টাকা পয়সার যোগান নিয়ে কখনও ভাবতেই হয়নি তাকে।

Kumar Shanu

শানু বলেছেন স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে সুখ এবং স্বাচ্ছন্দ্যের সংসার তার। দুই মেয়েকে ভালোভাবে পড়িয়েছেন, বিদেশে গান শেখাচ্ছেন শানুর বড় মেয়ে শ্যানন ওরফে শানা আরিয়ানা গ্রান্ডের গানের শিক্ষকের কাছে গান শিখছেন। তার ছোট মেয়ে অ্যানাবেল আরিজোনা বিশ্ববিদ্যালয়ের ল নিয়ে পড়ছে। শুধু দেশে নয়, লন্ডনের বেভারলি হিলেও কুমার শানুর বাংলো বাড়ি আছে। এই সব কিছুই তার নিজের উপার্জন থেকে করা। গান গেয়েই এসব কিছু বহন করার টাকা জোগাড় করেছেন ৯০ এর দশকের এই বিখ্যাত গায়ক। তবে এটাও ঠিক যে টাকার জন্য কখনও ভাবতে হয়নি তাকে।

Kumar Shanu

শানু নিজেই বলেছেন, “বিশ্বাস না হলে আমার বাড়িতে আসুন সব দেখতে পাবেন! আমি এত কিছু কী করে করছি জানেন? কারণ আমি ভাবিই না কাল কী হবে! সব উপর-ওয়ালা করে দিচ্ছেন। বলিউডের সবাই ভাবে আমি কী করে সব কিছু এত সুন্দর করে করছি!” তিনি আরও বলেন, “আমি যা করছি সব আমার কষ্ট করে আয় করা টাকায়! আমার গানের টাকা! আর বাকিটা উপর-ওয়ালার দয়ায়!”

আরও পড়ুন : এই বলিউড নায়িকার জন্য স্ত্রীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন কুমার শানু! কে সেই সুন্দরী?

Kumar Shanu

আরও পড়ুন : আন্তর্জাতিক স্তরে উজ্জ্বল করছেন বাবার নাম, মেয়েকে নিয়ে গর্বিত কুমার শানু

তবে শানু সবকিছু উপর ওয়ালার হাতে ছাড়লেও এই ভিডিও দেখার পর নেট নাগরিকদের মনে শানুর আয়ের উৎস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আজকাল সেভাবে নতুন গান গাইতে শোনা যায় না তাকে। হিন্দি সিনেমা কিংবা বাংলা সিনেমাতে তিনি তেমন গান করেন না। তাও কীভাবে এত খরচা তিনি চালাতে পারছেন? ভাইরাল এই ভিডিও দেখে এই প্রশ্নই নেট নাগরিকদের মনে উঁকি দিচ্ছে।