Unknown Facts About Sapna Choudhary : স্বপ্না চৌধুরী (Sapna Choudhary) -কে হরিয়ানার কুইন বলা হয়। পঞ্জাবি, ভোজপুরি ও হরিয়ানার গানে মঞ্চে তার নাচ দেখার জন্য দূর দূর থেকে মানুষ ভিড় জমান। তাকে হরিয়ানার মঞ্চ থেকে বিগবসের দৌড়েও অংশ নিতে দেখা গিয়েছে। কিন্তু একটা সময় অনেক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল এই নৃত্যশিল্পীকে। যদিও বর্তমানে তার আকাশ ছোঁয়া খ্যাতি। এই শিল্পীর জীবনের গল্প অনেকেরই অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। চলুন জেনে নিই শৈশবে কোন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন স্বপ্না (Sapna Chaudhary Life Story)।
১৯৯৫ সালে স্বপ্নার জন্ম হয় রাজধানীর মহীপালপুরে। তার নাম ছিল সুস্মিতা। কিন্তু সেই নাম বদলে তার মা নাম রাখেন স্বপ্না। খুব দারিদ্রতার মধ্যে দিয়ে বড়ো হয়েছে স্বপ্না। কিন্তু তারপরেও তাদের জীবনে নেমে এসেছিল আরও বড় বিপর্যয়। যেই বিপর্যয়ে স্বপ্নার মাথার ছাদ পর্যন্ত টলে গিয়েছিল। স্বপ্নার যখন মাত্র তের বছর বয়স, তার বাবা ভূপেন্দ্র অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। স্বপ্নার উপর এসে পড়ে সংসারের দায়িত্ব। স্কুল ছেড়ে দিতে হয় তাকে। দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেওয়ার আগেই পড়াশোনা ছেড়ে দিতে হয় এই স্বপ্নাকে।
এরপর তিনি পেটের দায়ে বিভিন্ন অনুষ্ঠানে নেচে টাকা যোগাড় করতেন স্বপ্না। কিন্তু সেই টাকার অধিকাংশ খরচ হত তার বাবার চিকিৎসায়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায়, একসময় স্বপ্নাদের বাড়ি বন্ধক রাখতে হয়েছিল। কিন্তু স্বপ্নাদের পরিবারের সব প্রচেষ্টা ব্যর্থ করে ২০০৮ সালে মারা যান স্বপ্নার বাবা। স্বপ্নার বয়স চৌদ্দ। তার আগে থেকেই স্বপ্নার উপর ছিল সংসারের ভার।
এমনকি পরিস্তিতি এমন ছিল যে বাবার চিকিৎসার জন্য তাদের ভিটেমাটি বাড়িটুকুও বন্ধক রাখতে হয়েছিল। একরকম দিশাহারা হয়ে গিয়েছিলেন স্বপ্না। সেই সময় হরিয়ানার একটি অর্কেস্ট্রা গ্রুপে যোগদান করেন স্বপ্না। তাদের সাথে বিভিন্ন স্থানে নৃত্যশিল্পী হিসাবে পারফর্ম করতে শুরু করেন তিনি। কেরিয়ারের প্রথম দিকে ৩ হাজার ১০০ টাকার বিনিময়ে নাচের শো করা শুরু করেন স্বপ্না। এরপর ‘বিগ বস’-এ সাধারণ মহিলা হিসাবে অংশগ্রহণ করেছিলেন স্বপ্না।
আরও পড়ুন : একসময় তার হটনেসে কাবু ছিল বলিউড, রাতারাতি কোথায় হারিয়ে গেলেন উদিতা গোস্বামী
এরপরেই বদলে যায় তার জীবন। হরিয়ানভি মিউজিক ভিডিওয় অভিনয়ের পাশাপাশি স্বপ্না বলিউডেও বেশ কয়েকটি ফিল্মে আইটেম ডান্স করেছিলেন। বলিউডে তার প্রথম আত্মপ্রকাশ ‘জার্নি অব ভাংওভার’ ছবিতে। আইটেম গার্ল হিসাবে কাজ করেছেন। এ ছাড়া ‘বীরে কী ওয়েডিং’ ছবির ‘হট জা তাউ’ গানে তাকে দেখা গিয়েছিল। এছাড়াও তিনি বিভিন্নরকম মাচা শো করে থাকেন।
আরও পড়ুন : শ্রাবন্তী তো কিছুই না, সর্বাধিক বিয়ে করে রেকর্ড করেছেন এই বলিউড অভিনেত্রী
আরও পড়ুন : ‘Taare Zameen Par’ এর ছোট্ট ঈশান অবস্থিকে এখন দেখতে কেমন হয়েছে দেখুন
একসময় তিন হাজার টাকা পারিশ্রমিক পাওয়া স্বপ্না বর্তমানে এক একটি অনুষ্ঠানের জন্য ২৫-৫০ লাখ টাকা পারিশ্রমিক নেন। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ ৫০ কোটি টাকা। তার বিলাসবহুল বাংলোর গ্যারেজে রয়েছে নামি দামি সব গাড়ি। অডি কিউ৭, ফোর্ড এবং বিএমডব্লিউ৭ সিরিজের গাড়ির মালকিন তিনি।