বিগত প্রায় ছয় সপ্তাহ ধরে একটানা টিআরপি টপারের আসন দখল করে রয়েছে জি বাংলার পরিণীতা সিরিয়ালটি। উদয় প্রতাপ সিং এবং নবাগতা নায়িকা ঈশানি চ্যাটার্জির পক্ষে এই বিষয়টা খুব একটা সহজ ছিল না। ধারাবাহিকের নায়ক সাইড রোল করতে করতে হঠাৎ মেইন লিড পেলেন। কোন অধিকার নায়িকাও নতুন। যেখানে বাঘা বাঘা সিরিয়াল রয়েছে টপার এর আসন নিয়ে লড়াইয়ের ময়দানে, সেখানে কোন মন্ত্রে ভর করে প্রত্যেক সপ্তাহে বেঙ্গল টপার হচ্ছে এই সিরিয়াল?
পরিণীতা প্রত্যেক সপ্তাহে বেঙ্গল টপার হচ্ছে কীভাবে?
এই সিরিয়ালটি যখন শুরু হয় তখন অনেকেই এর সমালোচনা করেছিলেন। বিশেষ করে পার্শ্ব চরিত্রের অভিনেতার ট্যাগ পড়ে গিয়েছিল নায়কের নামের পাশে। এর আগে বিভিন্ন সিরিয়ালে তাকে নায়কের ভাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। কিন্তু নতুন এই সিরিয়ালের নায়ক হয়ে নিজের জাত চেনালেন উদয়। রায়ান এবং পারুলের জুটি দর্শক মহলে ব্যাপক হিট। কীভাবে এত সাফল্য এল? উত্তর দিলেন খোদ নায়ক।
পরিণীতার সাফল্যের পেছনে কোন ইউএসপি কাজ করে?
তাদের ধারাবাহিক টিআরপি টপার হওয়ার পেছনে বেশ কিছু যুক্তি দিয়েছেন উদয়। তিনি বলেছেন, ‘‘কোনও কাজের খারাপ ফলাফল হলে তখন কারণ অন্বেষণ করা সহজ। কিন্তু সেটা ভাল হলে তার কারণ বিশ্লেষণ করা কঠিন হয়ে দাঁড়ায়। রাতে বাড়ি ফিরে দর্শক সাধারণত একটু হালকা চালে কোনও আধুনিক গল্প দেখতে পছন্দ করেন। আমাদের ধারাবাহিক সেই চাহিদা পূরণ করে।’’
আরও পড়ুন : নিম ফুলের মধু ছেড়ে নতুন সিরিয়ালে ‘সৃজন’ রুবেল দাস! নায়িকা কে?
আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল! বহুদিন পর আবার সিরিয়ালে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী
ধারাবাহিক টপার হওয়ার আসল কারণ হিসাবে উদয় বললেন, ‘‘পরিচালকের বয়স কম। তাই অনেক নতুন ধরনের ভাবনা ও বাস্তবায়িত করে। সেটাও আমাদের এগিয়ে যেতে সাহায্য করছে।’’ টিআরপি টপার হওয়ার চ্যালেঞ্জ প্রত্যেক সপ্তাহে ধরে রাখার প্রসঙ্গে অভিনেতা জানান, “দায়িত্ব বেড়েছে, সেটা বুঝতে পারি। প্রতি দিন শুটিংয়ে যেতেও ভাল লাগছে। এই অনুভূতিটা যত দিন থাকবে, তত দিন আরও ভাল করার তাগিদটা মনের মধ্যে রয়ে যাবে।”