Soumitra Chatterjee’s Grandson Ronodeep Bose: সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee), বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সেরা অভিনেতাদের মধ্যে একজন। উত্তম কুমারের সময়ে তিনিও ছিলেন ইন্ডাস্ট্রির একজন রত্ন। ২০২০ সালে তাকে হারিয়েছি আমরা। তবে আজকের এই প্রতিবেদন সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে। আজ আপনাদের জানাবো সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ বসুর ব্যাপারে।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলোমী বসুর ছেলে রণদীপ বসু। দাদুর মতই অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল তার। টলিউড ইন্ডাস্ট্রিতে পাও রেখেছিলেন তিনি। কিন্তু একটি দুর্ঘটনা তার জীবন উলটপালট করে দেয়। তিনি ‘১১’ ছবি দিয়ে শুরু করেছিলেন তার অভিনয় জীবন। এরপর ‘দত্ত ভার্সেস দত্ত’ সিনেমাতে অভিনয় করে তিনি তার যোগ্যতা প্রমাণ করেন। কিন্তু এর পরের ঘটনায় তার জীবন বদলে যায়।
২০১৭ সালে একটি বাইক দুর্ঘটনার কবলে পড়েন রণদীপ। এতে তিনি শারীরিকভাবে প্রচণ্ড আঘাত পান। তার আঘাত এতটাই গুরুতর ছিল যে তিনি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন। এখন তার কথা বলতে কষ্ট হয়। কথা বলতে গেলে জড়িয়ে যায়। তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারেন না। অভিনয় দুনিয়াতে প্রতিভা বিকাশের মুহূর্তেই কঠিন এক বাধার সম্মুখীন হতে হয়েছে তাকে।
আরও পড়ুন : যেমন মা, তেমন ছেলে! সন্দীপ ঘোষ ও তার মায়ের কীর্তি শুনলে আঁতকে উঠবেন
আরও পড়ুন : “সর্বনাশ হয়ে গেল, ভগবান আমাদের বাঁচাও!”, ফের বিস্ফোরক অরিজিৎ সিং
এখন নিজে অভিনয় করতে পারেন না রণদীপ বসু। কিন্তু প্রয়াত দাদুর স্মৃতি আঁকড়ে তিনি এখনও জীবন যুদ্ধে লড়ে যাচ্ছেন। দাদুর পাঠ করা কবিতা আবৃত্তি, অভিনয়, ভাষ্যপাঠ তিনি প্রতিনিয়ত শোনেন। এতে তার মনে অনেক জোর আসে। ৭ বছর ধরে তিনি যে লড়াই লড়ছেন, তাতে জয়ী হয়ে নিশ্চয়ই আবার স্বাভাবিক জীবনে ফিরবেন তিনি। আবার দাঁড়াতে পারবেন ক্যামেরার সামনে। এমনটাই আশা করেন তার শুভাকাঙ্খীরা।
হলিউড, বলিউড বা টলিউড – বিনোদনের টাটকা বাংলা খবর পড়তে ক্লিক করুন এখানে।