মে মাসের শুরুতেই পারদ চড়ছে বাংলার। দিনের বেলা বাইরে এখন কাঠফাটা রোদ, সেই সঙ্গে অস্বস্তিকর গরম। তাই এই সময় স্কুল পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে ইতিমধ্যেই গরমের ছুটি ঘোষণা করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এবার স্কুল শিক্ষা দপ্তর গরমের ছুটি নিয়ে বড় এক ঘোষণা করল। সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলোতে কতদিন গরমের ছুটি থাকবে সেই নির্দেশিকা প্রকাশিত হয়েছে।
গরমের ছুটি কবে থেকে শুরু?
এই বছর এপ্রিল মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ৩০শে এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হয়ে যাবে। পড়ুয়া এবং শিক্ষকদের সুরক্ষার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তখন মুখ্যমন্ত্রী স্কুল কবে খুলবে সেই সম্পর্কে কিছু জানাননি। বেশিদিন স্কুল বন্ধ থাকলে পড়ুয়াদের সমস্যা হবে এই আশঙ্কাও ছিল। শিক্ষা দপ্তর অবশেষে স্কুল খোলার দিনটি সম্পর্কেও জানিয়ে দিল।
স্কুল খুলবে কবে?
এই বছর এমনিতে ১২ই মে থেকে গরমের ছুটি শুরু হয়ে ২৩শে মে স্কুল খুলে যাওয়ার কথা ছিল। তবে সেই জায়গায় ছুটির দিন এগিয়ে এনে ৩০শে এপ্রিল ধার্য করা হয়। আবার স্কুল খোলার দিনটিও পিছিয়েছে। ৩১ শে মে পর্যন্ত গরমের ছুটি থাকবে বলে জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। তারপর আবার ২রা জুন থেকে স্কুল খুলে ক্লাস আগের মতো চলবে।
আরও পড়ুন : ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা কবে? প্রকাশ্যে এল আগামী বছরের রুটিন
আরও পড়ুন : মাধ্যমিক পাশ করলেই মিলবে ১০ হাজার টাকা! আবেদন করুন এইভাবে
স্কুল বেশি দিন বন্ধ রাখলেও ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষতি হয়। বিশেষ করে ২০২৬ সালে যাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তাদের সমস্যা হবে বেশি। বিশেষ করে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা রয়েছে এই বছরের সেপ্টেম্বর মাসে। তাই তাদের যাতে কোনও অসুবিধা না হয় এবং তারা ঠিকভাবে ক্লাস করতে পারেন সেই জন্য শিক্ষা দপ্তর এই ঘোষণা করেছে।