সরকারি কর্মচারীদের জন্য সুখবর! ৮ ঘন্টার বদলে এবার ৬ ঘণ্টা ডিউটি

পশ্চিমবঙ্গের কয়েক হাজার সরকারি কর্মচারীর ডিউটির সময় কমলো। নবান্ন থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন। এবার থেকে ৮ ঘণ্টা নয়, কেবল ৬ ঘন্টার ডিউটি দেবেন সরকারি কর্মচারীদের একাংশ‌। কারা পাবেন এই সুবিধা? কবে থেকে কার্যকর হবে? কেনই বা রাজ্য সরকার সরকারি কর্মচারীদের ডিউটির সময় কমালো? জেনে নিন বিস্তারিত।

কেন কমানো হল ডিউটি টাইম?

মে মাসের শুরু থেকেই প্রচন্ড গরমে নাজেহাল রাজ্যবাসী। ভ্যাপসা, অস্বস্তিকর গরমের পাশাপাশি প্রচন্ড তাপপ্রবাহে জ্বলছে চারদিক। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। দিনের বেলা প্রচন্ড রোদের তেজের কারণে বাইরে পা রাখা যাচ্ছে না। তাই নবান্ন গরম বিবেচনা করে কয়েক হাজার সরকারি কর্মচারীর ডিউটি টাইম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

Government Employees

কারা পাবেন ঘণ্টার ডিউটি সুবিধা?

নবান্নের নতুন নির্দেশিকা অনুসারে সরকারি কর্মচারীদের এবার কেবল ৬ ঘন্টা ডিউটি দিতে হবে। এমনিতে শ্রম আইন অনুসারে ৮ ঘণ্টার ডিউটি দিতে হয়। সেই জায়গায় প্রচণ্ড গরমের কারণে দিনে ২ ঘন্টা করে ডিউটি টাইম কমানো হয়েছে। তাই এখন থেকে ৮ ঘণ্টার বদলে কেবল ৬ ঘন্টা ডিউটি দিলেই চলবে।

আরও পড়ুন : ছেঁড়া টিকিট নিয়ে কি ট্রেনে ওঠা যায়? টিকিট ছিঁড়ে গেলে কী করবেন?

Government Employees

আরও পড়ুন : পুরনো মডেল অতীত! রাস্তায় নামছে নতুন মডেলের বাস

কারা পাবেন এই সুবিধা?

তবে নবান্নের এই ঘোষণা রাজ্যের প্রত্যেক সরকারি কর্মচারীর জন্য নয়। সরকারি কর্মীদের মধ্যে অনেকেই ফিল্ড ওয়ার্ক করেন। অফিসে বসে কাজ নয়, তাদের বাইরে বেরোতে হয়। শীত, গ্রীষ্ম, বর্ষা, বাইরে বাইরে ঘুরে কাজ করতে হয় তাদের। এদের মধ্যে ট্রাফিক পুলিশেরাও রয়েছেন। তাদের স্বাস্থ্যের কথা ভেবেই নবান্ন ট্রাফিক পুলিশদের ডিউটি টাইম ২ ঘন্টা কমিয়ে দিয়েছে।