মার্চ মাসের প্রথম সপ্তাহেই ওটিটির ভক্তদের জন্য রয়েছে চমক। সপ্তাহ শেষের ছুটি এবার বাড়িতে বসেই উপভোগ করতে পারবেন নতুন নতুন ওয়েব সিরিজ এবং সিনেমার সঙ্গে। একাধিক ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নতুন নতুন ওয়েব সিরিজ এবং সিনেমা। সাসপেন্স-থ্রিলার থেকে রোমান্স-কমেডি, কোনটি কোথায় মুক্তি পাবে? দেখে নিন এক নজরে।
নাদানিয়া
খুশি কাপুর এবং ইব্রাহিম আলি খানের নাদানিয়া মুক্তি পেয়েছে ৭ ই মার্চ। সেইফ আলি খানের পুত্রের সঙ্গে শ্রীদেবীর মেয়ে খুশির জুটি কেমন হবে এবং দর্শকরা কেমন পছন্দ করবেন সেটাই দেখার। তবে এই সিনেমার একটি দৃশ্য যেখানে শাহরুখ কাজল রানীর আইকনিক ‘কুছ কুছ হোতা হে’ এর মিস ব্রিগানজার ক্লাসরুম আবার রিক্রিয়েট করা হয়েছে। সেটা নিয়ে বেশ চর্চা চলছে নেট পাড়ায়। নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে এই সিনেমাটি। সিনেমা হলের বদলে ওয়েব প্ল্যাটফর্মেই মুক্তি পেল এই সিনেমা।
দা ওয়েকিং অফ এ নেশন
স্বাধীনতার আগে জালিয়ানওয়ালবাগের ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে এই সিনেমাটি। সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমাতে মুখ্য ভূমিকাতে অভিনয় করছেন তারুক রায়না। সিনেমাটির পরিচালনা করেছেন রাম মাধবানি। ৭ই মার্চ থেকে সনি লিভে দেখা যাচ্ছে সিনেমাটি।
দোপহিয়া
অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে এই কমেডি ওয়েব সিরিজ। এই সিরিজটি অনেকটা পঞ্চায়েত ওয়েব সিরিজের মতই গ্রামীণ জীবনের উপর ভিত্তি করে বানানো। এটি ধড়কপুর নামের একটি কাল্পনিক গ্রামের গল্প যাকে বলা হয় বিহারের বেলজিয়াম। ২৫ বছর ধরে এই গ্রামে কোনও অপরাধ ঘটেনি। কিন্তু একটি মোটরসাইকেল চুরি হয়ে যাওয়ার পর গ্রামের মানুষের জীবন অন্য মোড় নেয়।
আরও পড়ুন : হাসতে হাসতে দম আটকাবে! একাধিক নতুন চমক আসছে বাড়ুজ্যে ফ্যামিলিতে
রেখাচিত্রম
থ্রিলার যাদের পছন্দ তাদের জন্য সনি লিভে মুক্তি পেয়েছে রেখাচিত্রম। আসিফ আলি এবং অনস্বরা রাজন মুখ্য ভূমিকাতে অভিনয় করেছেন। এই মালায়ালাম থ্রিলার একটি পুলিশের আত্মহত্যার মামলার ঘটনাকে কেন্দ্র করে বানানো।
আরও পড়ুন : ২০২৫ জুড়ে ওটিটিতে ধামাকা! হইচইতে মুক্তি পাবে ২০ টি নতুন ওয়েব সিরিজ
থান্ডেল
৭ই ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নাগা চৈতন্য এবং সাঁই পল্লবীর থান্ডেল। এই গল্পটি শ্রীকাকুলামের জেলেদের জীবন অবলম্বনে বানানো। এই সিনেমাতে আপনি প্রেম, বিরহ, আবেগের সঙ্গে ড্রামা সবই পাবেন।