তাপপ্রবাহের মাঝে চরম স্বস্তি! ঝড়সহ বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলায়

একদিকে বাড়ছে তাপমাত্রা, অন্যদিকে প্রচন্ড তাপপ্রবাহ! জোড়া আক্রমণে কার্যত ধুঁকছে দক্ষিণবঙ্গ। বিগত প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টি নেই। কোথাও কোথাও তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রীও ছুঁয়ে ফেলেছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর শোনালো আশার খবর। প্রচন্ড দাবদাহ থেকে দক্ষিণবঙ্গকে মুক্তি দিতে বেশ কিছু জেলায় নামবে স্বস্তির বৃষ্টি। কোথায় কোথায় বৃষ্টি হবে আজ? কেমন থাকবে আজকের আবহাওয়া? দেখে নিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

সোমবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জেলায় তাপপ্রবাহ চলবে। অন্যান্য জেলাতেও গরমের দাপট থাকবে। তবে বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনাও আছে। এই জেলাগুলোর তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

The Heat Wave

উত্তরবঙ্গের আবহাওয়া

মালদা জেলাতে তাপ প্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মত পাহাড় সংলগ্ন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। সেই সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ও বইবে।

আরও পড়ুন : বাড়ল গরমের ছুটি! কতদিন বন্ধ থাকবে স্কুল?

Rain Alert

আরও পড়ুন : ড্রোন-মিসাইল উড়ে এলে এলার্ট পাবেন মোবাইলেই! অন রাখুন এই সেটিংস

কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে মঙ্গলবারও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে তাপপ্রবাহ থাকবে। তবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া জেলায়। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপপ্রবাহ চলবে। অন্যদিকে উত্তরবঙ্গের মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের জন্য অস্বস্তিকর গরম থাকবে। তবে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।