দিনে দিনে বাড়ছে গরম। গরমের সঙ্গে প্রচন্ড তাপপ্রবাহ চলছে দক্ষিণ বঙ্গের জেলায় জেলায়। সকলেরই নজর এখন আবহাওয়ার রিপোর্টে। বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষেরা এক পশলা বৃষ্টির অপেক্ষা করছেন। তাদের জন্য এবার দারুণ সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ভ্যাপসা গরমের সময় আপাতত অতীত। কারণ আর কয়েক ঘণ্টার মধ্যেই জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ ব্যাপক ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে তাপপ্রবাহ চলবে। তবে কিছু কিছু জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সমেত কালবৈশাখী আছড়ে পড়বে। আজ তাপ প্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। অন্যদিকে কালবৈশাখীর সম্ভাবনা আছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপ প্রবাহ এবং ঝড় বৃষ্টির দাপট একসঙ্গে চললেও উত্তরবঙ্গের মানুষের জন্য কিন্তু আজকের দিনটাও স্বস্তিতে কাটবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। তবে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহ চলবে।
তড়িঘড়ি নামবে বর্ষা
পশ্চিমবঙ্গের মানুষদের জন্য রয়েছে একটা দারুণ খুশির খবর। এই বছর বর্ষা অনেকটা এগিয়ে আসছে। মঙ্গলবারের মধ্যেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করে যাবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্রুত গতিতে এগোচ্ছে। যার ফলে বাংলাতেও বর্ষা খুব তাড়াতাড়ি ঢুকে পড়বে।
আরও পড়ুন : ব্ল্যাকআউট হলে কোন কোন গ্যাজেট অবশ্যই নিজের কাছে রাখবেন?
আরও পড়ুন : বাড়ি বসেই কেটে ফেলুন বাসের টিকিট! চালু হল নতুন এই অ্যাপ
কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?
বুধবারেও তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, ও পুরুলিয়া জেলায়। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং নদীয়া জেলায়। উত্তরবঙ্গের মালদা জেলায় তাপপ্রবাহ থাকবে। ভারী বৃষ্টি চলবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।