ক্যান্সারের সঙ্গে সিগারেটের বিয়ে! ভাইরাল ভয়ংকর বিয়ের কার্ড

সিগারেটের সঙ্গে ক্যান্সারের (Cancer)বিয়ে! বিয়ের আসর বসলো যমলোকে! ভয়ংকর বিয়ের কার্ড দেখেই ভিড়মি খাচ্ছেন নেট নাগরিকরা। এমন অদ্ভুত বিয়ের কার্ড নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গেল সোশ্যাল মিডিয়া। ব্যাপারটা কী? কোথায় হচ্ছে এমন অদ্ভুত বিয়ে? পাত্র-পাত্রীর নামই বা এরকম কেন?

বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়াতে এইভাবে বিয়ের কার্ড শেয়ার করে আমন্ত্রণ পাঠানো নতুন কিছু নয়। এই বিয়ের কার্ডটি কেউ দেখতে আর পাঁচটা সাধারণ বিয়ের কার্ডের মতই। কিন্তু এতে যা কিছু লেখা আছে তা পড়ে চক্ষু চড়কগাছ হল সকলের। বিড়ি বা সিগারেটের সঙ্গে ক্যান্সারের বিয়ে! কেই বা দিচ্ছে? কেনই বা দিচ্ছে? এমন অদ্ভুত বিয়ে কি আদেও সম্ভব?

TOBACCO

সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি এমন একটি অদ্ভুত বিয়ের কার্ড বেশ ভাইরাল হয়েছে, যেখানে পাত্রীর নামের জায়গায় লেখা, বিড়ি কুমারী ওরফে সিগারেট দেবী ও পাত্রের নামের জায়গায় লেখা ক্যান্সার কুমার ওরফে লাইলাজ বাবু। বিয়ের স্থান, দুঃখ নগর ৪২০ যমলোক হাউস। বিয়ের সময়, অনিশ্চিত। এছাড়াও হিন্দিতে আরও উদ্ভট কিছু লেখা আছে বিয়ের কার্ডে।

ওই কার্ডে আরও লেখা আছে বিয়েটি হবে বিহারের মজহৌল গ্রামে। ইতিমধ্যেই ৩০ লক্ষের বেশি নেটিজেন এই ভাইরাল পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন। বিয়ের কার্ডে তামাক, গুটখা, বিড়ি, সিগারেট শব্দগুলোকে বারবার উল্লেখ করা হয়েছে। বিয়ের শিরোনামে লেখা ‘ভয়ংকর বিবাহ-সরলসিধা বরযাত্রী।’

আরও পড়ুন : সালমান ‘দারুবাজ’, ‘ঠরকি’, কোনও ট্যালেন্ট নেই! ভাইজানের সমালোচনায় সরব বাঙালি গায়ক অভিজিৎ

আরও পড়ুন : কলকাতা মেট্রোয় প্রকাশ্যে দাঁড়িয়ে চুমু! যুগলের ভিডিও দেখে ছিঃ ছিঃ করছে নেটপাড়া

তাই নেটিজেনদের আর বুঝতে বাকি নেই বিড়ি-সিগারেটের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্যই এমন মজার বিয়ের কার্ড ছাপানো হয়েছে। তাই এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলে। বর্তমান যুগে তামাক জাতীয় জিনিসের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জেনেও মানুষ এগুলো পরিত্যাগ করতে পারছে না। সরকারের তরফ থেকেও নানাভাবে প্রচার চালানো হয় তামাকের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়াতেও একটু রঙ্গ রসিকতার মাধ্যমে এমন ভয়ংকর বিয়ের কার্ড সকলের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করে কার্যত মানুষের উপকারই করা হচ্ছে, বলছেন নেট নাগরিকরা।