ভক্তদের জন্য আরও একটা বড় চমক নিয়ে এলেন ভাইরাল নন্দিনী। সরাসরি বিয়ে করে এসে সুখবর শোনালেন তিনি। সোশ্যাল মিডিয়ার বহুল জনপ্রিয় ভাইরাল দিদি নন্দিনী। হঠাৎ করেই তার বিয়ের খবর পেয়ে বেশ অবাক হয়েছেন নেট নাগরিকরা। একেবারে চুপিসারে বিয়ে সেরে এসে সকলকে সুখবর দিলেন নন্দিনী। কাকে বিয়ে করেছেন তিনি?
ভাইরাল নন্দিনীর বিয়ে
১৯ শে মার্চ বুধবার সকালে ইনস্টাগ্রামে লাইভে আসেন নন্দিনী। তাকে দেখেই চমকে গিয়েছিলেন সকলে। সিঁথিতে চওড়া সিঁদুর, কপালে লাল টিপ, শাঁখা-পলা, চুরি ও মেহেন্দি হাতে একেবারেই নববধূর সাজে সেজে লাইভে এসেছিলেন নন্দিনী। সকলে যখন তাকে তার বিয়ে নিয়ে প্রশ্ন করতে থাকেন তখন তিনি বলেন, “এইতো হল তাড়াহুড়ো করেই হল। অনেকেই যারা আমাকে চেনেন জানেন যে আমি দীর্ঘদিন ধরেই একটা সম্পর্কে ছিলাম। আর ফাইনালি একটা সোশ্যাল ম্যারেজে আমি আবদ্ধ হলাম। বলতে একটা কেমন লাগে।”
কবে বিয়ে করেছেন ভাইরাল নন্দিনী?
নন্দিনী আরও বলেন, ‘‘দোলের দিন যেদিন সকলে রং খেলছিলেন, আমি সেদিন সিঁদুর খেলেছি। সেদিনই এতদিন ধরে ওয়েট করা দিনটা আমার লাইফে এসেছে। ধন্যবাদ তাঁদের সকলকে যাঁরা আমার জন্য প্রার্থনা করেছেন। আরও অনেকেই চাইত, বলত বিয়ে করো দিদি, কবে বিয়ে করবে!’’
আরও পড়ুন : দিদির থেকেও সুন্দরী বোন! স্মার্ট দিদির নতুন হোটেল সামলাবেন তার বোন, দেখুন ছবি গ্যালারী
View this post on Instagram
আরও পড়ুন : ভাইরাল নন্দিনীর রেস্তোরাঁর মেনুতে কী কী থাকে? কোন খাবারের দাম কত?
কাকে বিয়ে করলেন ভাইরাল নন্দিনী?
দীর্ঘদিন ধরেই রুদ্র দাসের সঙ্গে সম্পর্কে ছিলেন নন্দিনী। ২০২৩ সালের শেষের দিকে তিনি নিজেদের সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেন। তাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গিয়েছিল গত বছরের শুরুতে। তখন থেকেই শ্বশুরবাড়িতে থাকতেন নন্দিনী। আবার বাপের বাড়িতেও তার নিয়মিত যাতায়াত আছে।