ইমিটেশনের গয়না পরে বিয়ে! হানিমুনে বিকিনিতে ছবি দিয়ে ভাইরাল ঊষসী কর

বিয়েতে সোনার গয়নার বদলে ইমিটেশনের গয়না পরে ভাইরাল হয়েছিলেন বারাসাতের মেয়ে উষসী কর (Ushasee Kar)। বাবার টাকা বাঁচাতে সোনা না কিনে ইমিটেশন পরে প্রচলিত প্রথা ভেঙেছিলেন তিনি। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিস্তর সমালোচনা হয়েছিল। আর এবার বিদেশে হানিমুনে গিয়ে স্নান পোশাকে সোশ্যাল মিডিয়াতে ছবি দিতেই ফের ভাইরাল হলেন এই ‘বিপ্লবী কন্যা’!

বিয়ের মরসুমে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল পোস্ট হয়। তবে উষসীর পোস্ট কার্যত অনেক বেশি আলোড়ন তুলেছিল নেট মাধ্যমে। তার বিচারে বাবার সঞ্চয়ের টাকা শেষ করে গয়না কেনা অশ্লীল! গত মাসে বিয়ের সময় তাই তিনি আপাদমস্তক ইমিটেশনের ঝুটো গয়না পরেছিলেন। তবে তাকে সাধুবাদ দেওয়ার বদলে সোশ্যাল মিডিয়াতে অনেকেই তাকে কটাক্ষ করতে শুরু করেন। তাদের যুক্তি ছিল সোনার গয়না না পরে বিয়ের টাকা বাঁচিয়েছেন ঠিকই, কিন্তু উষসী বিয়েতে যে মহা আয়োজন করেছিলেন, তার খরচ নেহাত কিছু কম ছিল না।

Ushasee Kar

বারাসাতের একটি সরকারি স্কুলের শিক্ষিকা উষসী। তার বিয়েতে সোনার গয়না না থাকলেও ডিজাইনার শাড়ি থেকে দামি মেক‌আপ, ফটোগ্রাফি কিছুই বাদ যায়নি। যদিও ট্রোলের জবাবে তিনি উত্তর দেন এগুলো তো সবই তার নিজের টাকায় করা। ট্রোল করা পল্টুদের উদ্দেশ্যে তার জবাব ছিল, “আমি ৮ বছর সরকারি চাকরি করছি। মেকআপ ফটোগ্রাফার ইত্যাদির খরচটুকু নিজের করার সামর্থ্য ছিল। সোনা কেনার ছিল না, কিনিনি। পল্টু, তোর আরো জেনে খারাপ লাগবে যে আমি, আমার বাবা, আমার বর.. কেউই পৃথিবীতে কোথাও দুই পয়সারও দুর্নীতি করিনি, সবটাই সৎপথে রোজগার করা টাকা। তাই একটু মানিয়ে গুছিয়ে নে।” তবে এতেও কিন্তু সমালোচনা থামেনি।

আরও পড়ুন : বলিউডের এই নায়িকা প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতনি, পরিচয় জানলে চমকে যাবেন

Ushasee Kar

আরও পড়ুন : ব্রেকআপ হতে না হতেই নতুন প্রেমিক রেডি! কার সঙ্গে প্রেম করছেন মালাইকা আরোরা

উষসীকে নিয়ে আবার নতুন করে ট্রোলিং শুরু হল যখন তিনি বিদেশে হানিমুনের ছবি দিলেন। সুইমিং পুলের সাদা ফেনাওয়ালা জলে কমলা রঙের প্রিন্টেড বিকিনি পোশাকে দেখা গেল তাকে। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “যমুনায় নেমেছি গাইজ।” তাকে কটাক্ষ করে কেউ লিখলেন, বাবার টাকা বাঁচিয়ে হানিমুনে কোথায় গেলেন? পাল্টা জবাবে উষসী লিখেছেন, “জেনে আর কী করবে ভাই তোমার তো নিজেরও টাকা নেই।” কেউ তাকে লিখেছেন “ন্যাকা মহিলা।” কেউ লিখেছেন, “গয়না কেনা অশ্লীল, কিন্তু স্নানের ছবি পোস্ট করা উচ্চ মানসিকতার পরিচয় এবং ভীষণভাবেই সনাতন।”