Rekha And Vinod Mehra`s Marriage Gossip : বলিউড (Bollywood) অভিনেত্রী রেখা (Rekha) -র ব্যক্তিগত জীবনের বিতর্কের কথা প্রায় সকলেই কম বেশি জানেন। আসলে বলিউডের এই অভিনেত্রীর সঙ্গে জড়িয়ে আছে ইন্ডাস্ট্রির বড় বড় তারকাদের নাম, যাদের সঙ্গে নাকি প্রেমের সম্পর্ক ছিলেন তিনি। এই তালিকায় অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), বিনোদ মেহেরা (Vinod Mehra) থেকে শুরু করে সঞ্জয় দত্ত (Sanjay Dutta) এমনকি হৃত্বিক রোশন (Hrithik Roshan) -র নামও রয়েছে।
রেখার বিয়ে নিয়েও ইন্ডাস্ট্রিতে কিছু কম চর্চা হয় না। অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্ক ভেঙ্গে গেলে অভিনেতা বিনোদ মেহেরা আসেন তার জীবনে। বিনোদের সঙ্গে সাত পাকে ঘুরেছিলেন অভিনেত্রী। যদিও বিয়েটা অবশ্য হয়েছিল বিনোদের মায়ের অমতে। রেখাকে তাই তিনি মোটেই নিজের পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারেননি।
বিনোদ মেহেরা এবং রেখা তাও বিয়ে করে বিনোদের বাড়িতে এসে উঠেছিলেন। কিন্তু রেখাকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দেন বিনোদের মা। আসলে বিনোদ মেহেরা গোটা জীবনে মোট ৪ বার বিয়ে করেছিলেন। প্রথমবার তিনি তার মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করেন। কিন্তু সেই সম্পর্কটা বেশিদিন টেঁকেনি।
এরপর অভিনেতার জীবনে আসেন বলিউডের আরেক অভিনেত্রী বিন্দিয়া গোস্বামী। কিন্তু একটা সময় পর বিনোদের কেরিয়ার ডুবতেই বিন্দিয়া তাকে ছেড়ে চলে যান। বিন্দিয়াকে ফেরানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন বিনোদ। কিন্তু তার দ্বিতীয় বিয়েটাও টেঁকেনি। তৃতীয় বার বিনোদ বিয়ে করেন রেখাকে।
রেখাকে একেবারেই পছন্দ করতেন না বিনোদের মা। বিয়ের পর তারা যখন বাড়িতে এসে ওঠেন তখন নাকি রেখাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন তিনি। শুধু তাই নয় তিনি এতটাই রেগে গিয়েছিলেন যে অভিনেত্রীকে জুতো মারতে গিয়েছিলেন বলে শোনা যায়। স্বাভাবিকভাবেই এর জন্য মোটেই প্রস্তুত ছিলেন না রেখা।
আরও পড়ুন : এই বিশেষ কারণে রেখাকে ছেড়ে জয়াকে বিয়ে করেন অমিতাভ বচ্চন, ফাঁস করলেন এতদিনে
এই ঘটনার পর বিনোদ এবং রেখার মধ্যেও দূরত্ব বাড়তে শুরু করে। বিয়ের পর কিছু সময় একসঙ্গে থাকলেও দাম্পত্য বেশি দিনের জন্য টিকিয়ে রাখতে পারেননি তারা। বিনোদ এবং রেখার বিচ্ছেদ হয়ে গেলে বিনোদ ফের বিয়ে করেন কিরণ মেহরাকে। কিন্তু খুব বেশিদিন সংসার করা হয়ে ওঠেনি তার। মাত্র ৪৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিনোদের।
আরও পড়ুন : নাবালিকা রেখার সঙ্গে জোর করে এই কুকীর্তি করেন বিশ্বজিৎ, প্রসেনজিতের বাবার কীর্তি ফাঁস করেন রেখা