মাত্র ৩৭ বছর বয়সে বলিউড (Bollywood) ছাড়ার পরিকল্পনা করেছেন বিক্রান্ত মাসে (Vikrant Massey)। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে এই ঘোষণা করে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেতা। ২০২৫ সালের পর তাকে আর অভিনয়ে দুনিয়াতে দেখা যাবে না। টুয়েলভথ ফেল অভিনেতার এই কঠিন সিদ্ধান্তের কথা শুনে মন খারাপ ভক্তদের। সেই সঙ্গে তাকে নিয়ে বেশ কিছু কৌতুহল দেখা দিয়েছে ভক্তদের মনে। কত সম্পত্তির মালিক তিনি? কেন এত তাড়াতাড়ি তিনি অবসর নিচ্ছেন?
২০০৭ সালে ডিজনির জনপ্রিয় ধারাবাহিক ‘ধুম মাচাও ধুম’ থেকে অভিনয় দুনিয়াতে সাড়া ফেলতে শুরু করেন তিনি। এরপর বালিকা বধূ, ধরমবীর, কবুল হে এর মত একের পর এক ধারাবাহিক তাকে ঘরে ঘরে পৌঁছে দেয়। একসময় টেলিভিশন দুনিয়ার সবথেকে সেরা পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। মাসে তার উপার্জন ছিল ৩৫ লক্ষ টাকা। কিন্তু কিছুতেই যেন মন মানছিল না। তার স্বপ্ন ছিল আরও বড় কিছু করার।
বিক্রান্ত এরপর ওটিটি পর্দায় পা রাখেন। তিনি মির্জাপুর, ব্রোকেন বাট বিউটিফুল, ক্রিমিনাল জাস্টিস এর মত একের পর এক সিরিজে কাজ করে আরও বেশি সংখ্যক মানুষের মন জয় করে নেন। তারপর তিনি বলিউডেও পা রাখেন। লুটেরা সিনেমা দিয়ে তার বলিউড যাত্রা শুরু হয়। এরপর দীপিকা পাড়ুকোনের সঙ্গে ছপাক, কঙ্গনা সেন শর্মার আর ডেথ ইন দ্যা গঞ্জ, আইপিএস মনোজ শর্মার জীবনী টুয়েলভথ ফেল, দা সবরমতি এক্সপ্রেসের মত একাধিক গুরুত্বপূর্ণ সিনেমা রয়েছে তার ঝুলিতে। কিন্তু তারপরেও বলিউড ছাড়ার মত কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।
আরও পড়ুন : এবছর বলিউডের সেরা অভিনেতা এবং অভিনেত্রী কে? প্রকাশ্যে এল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তালিকা
আরও পড়ুন : চিরতরে অভিনয় ছাড়লেন ‘১২ ফেল’ বিক্রান্ত মাসে, নেপথ্যে রয়েছে এই একটি কারণ
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বিক্রান্ত লিখেছেন, “এবার সময় এসেছে ঘরে ফেরার। স্বামী বাবা ছেলে এবং মানুষ হিসেবে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার।” জানিয়েছেন ২০২৫ হবে তার বলিউড কর্মজীবনের শেষ বছর। বর্তমানে সম্পত্তির নিরিখে তিনি বলিউডের সেরা অভিনেতাদের তুলনায় কিছু কম নন। মুম্বাইয়ের সমুদ্রের ধারে তার একটি বিলাসবহুল ফ্ল্যাট আছে। ভলভো এস ৯০ সিরিজের গাড়ি আছে যার দাম ৯০ লক্ষ টাকা। মারুতি সুজুকি ডিজায়ার এবং ডুকানি মনস্টার বাইক আছে তার কাছে। টেলিভিশন ও সিনেমা দুনিয়াতে বিগত প্রায় ২০ বছর কাজ করে তিনি কয়েক কোটি টাকা সম্পত্তি জমিয়ে ফেলেছেন তা নিশ্চিত। বর্তমানে তার সম্পত্তির অর্থ মূল্য ২০ থেকে ২৬ কোটি টাকার আশেপাশে।