চিরতরে অভিনয় ছাড়লেন ‘১২ ফেল’ বিক্রান্ত মাসে, নেপথ্যে রয়েছে এই একটি কারণ

আর নয় অভিনয়। চিরতরে বলিউড (Bollywood) ছেড়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিলেন বিক্রান্ত মাসে (Vikrant Massey)। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন। স্বাভাবিকভাবেই তার এমন ঘোষণাতে চমকে উঠেছেন ভক্তরা। বর্তমানে বিক্রান্তের অভিনয় কেরিয়ার তুঙ্গে। তাও কেন এমন কঠোর হচ্ছেন অভিনেতা? পেছনে রয়েছে কোন কারণ?

হাসিন দিলরুবা, লাভ হোস্টেল, ফরেনসিক, গ্যাস লাইট থেকে শুরু করে টুয়েলভথ ফেল, ব্ল্যাক আউট, সেক্টর ৩৬ এর মত একাধিক ছবিতে অভিনয় করেছেন বিক্রান্ত। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘দ্য সবরমতি রিপোর্ট’ এও তার অভিনয় দারুণ প্রশংসা পেয়েছে। তার থেকে আরও অনেক ভালো ভালো সিনেমা আশা করেছিলেন ভক্তরা। কিন্তু হঠাৎ করেই এমন একখানা চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন বিক্রান্ত। যার কারণ খুঁজে পাচ্ছেন না কেউই। অবশ্য বিক্রান্ত নিজেই জানিয়েছেন তার বলিউড ছাড়ার কারণ। যদিও তা মানতে পারছেন না ভক্তরা।

Vikrant Massey

বিক্রান্ত লিখেছেন এবার তিনি অভিনয় ছেড়ে নিজের জীবনে এগিয়ে যেতে চান। তার কাঁধে রয়েছে বড় দায়িত্ব। তিনি জানিয়েছেন তিনি এবার ঘরে ফেরার তাগিদ অনুভব করছেন। স্বামী হিসেবে বাবা হিসেবে ছেলে হিসেবে তাকে তার দায়িত্ব পালন করতে হবে। তিনি ধন্যবাদ জানিয়েছেন সকল দর্শকদের যারা তাকে সমর্থন করেছেন। বলিউডে তার বিগত কয়েক বছরের অভিজ্ঞতায় তিনি ধন্য। ২০২৫ সালে তাকে শেষবার ক্যামেরায় দেখা যাবে। তারপর চিরতরে বলিউড থেকে হারিয়ে যাবেন এই তারকা।

এর থেকে ভক্তরা অনুভব করছেন সম্ভবত ২০২৫ সালে বিক্রান্ত মাসের অভিনীত শেষ কোনও প্রজেক্ট আসতে চলেছে। তারপরই অভিনয় থেকে অবসর নিয়ে নেবেন অভিনেতা। তারপর তিনি কোনও পেশা অবলম্বন করবেন তা অবশ্য জানাননি। এদিকে ভক্তরা ক্রমাগত তাকে তার সিদ্ধান্ত বদলানোর জন্য অনুরোধ করছেন। কেউ লিখছেন, “কেন এটা করছ? তোমার মত অভিনেতা খুব কমই আছে। আমাদের ভালো সিনেমার প্রয়োজন।” কেউ লিখছেন, “আশা করছি এটা সত্যি নয়।”

আরও পড়ুন : ‘সিটাডেল’ সিরিজে প্রিয়াঙ্কার ছোটবেলার চরিত্রে অভিনয় করে জনপ্রিয় বাংলার এই মেয়ে

Vikrant Massey Said He Will Left Acting After 2025

আরও পড়ুন : স্ত্রীকে কত টাকার খোরপোষ দেবেন ধনুশ? প্রকাশ্যে রজনীকান্তের জামাইয়ের মোট সম্পত্তির পরিমাণ

খোদ প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী যার প্রশংসায় পঞ্চমুখ, দর্শকরা যাতে বর্তমানে বলিউডের সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম মানেন, মাত্র ৩৭ বছর বয়সে তিনি তার কেরিয়ার শেষ করতে চলেছেন। স্বাভাবিকভাবেই ভক্তদের জন্য এটা একটা বড় ধাক্কা। বিক্রান্ত তার সিদ্ধান্ত বদলাবেন নাকি বলিউড থেকে হারিয়ে যাবে আরও একটা তারকা সেটাই এখন দেখার।