প্রয়াত অমিতাভ বচ্চনের মা, বচ্চন পরিবারের উপর নেমে এল শোকের ছায়া

প্রয়াত অমিতাভ বচ্চনের মা, বলিউড ইন্ডাস্ট্রিতে নেমে এল প্রবল শোকের ছায়া

ফের এক নক্ষত্রপতন হল বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে। বর্তমান সময়টা ইন্ডাস্ট্রির জন্য একেবারেই ভাল যাচ্ছে না। তারকাদের মধ্যে যেন এক মৃত্যু মিছিল চলছে। ২০২৩ এর শুরু থেকে কার্যত একের পর এক তারকার মৃত্যু সংবাদ মিলছে। এবার বলিউড ইন্ডাস্ট্রির আরও এক জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু সংবাদ মিলল। ৯৪ বছর বয়সে প্রয়াত হলেন সুলোচনা লাটকর (Sulochana Latkar)

সুলোচনা ছিলেন বলিউড ইন্ডাস্ট্রির একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। সেই সঙ্গে মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তার অবদান ভোলার নয়। তিনি প্রধানত বলিউড ইন্ডাস্ট্রিতে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও দিলীপ কুমারের মা হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ রোগভোগের পর রবিবার মুম্বাইয়ের দাদরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

Sulochana Latkar

১৯২৮ সালে বোম্বাইতে জন্মগ্রহণ করেন সুলোচনা। খুব কম বয়সেই প্লেগ মহামারীর কারণে তিনি তার বাবা এবং মাকে হারিয়ে ফেলেন। বাবার বন্ধুর বাড়িতে আশ্রিতা হিসেবে বড় হচ্ছিলেন তিনি। এরপর প্রফুল্ল পিকচার্সে তিনি কাজের সুযোগ পান। এখানেই তার সঙ্গে আলাপ হয় লতা মঙ্গেশকরের। তারা দুজনে ছিলেন একে অপরের খুব ভাল বন্ধু।

১৯৪৪ সালে ‘মারাঠি করনা’ নামের একটি ছবির হাত ধরে অভিনয় জগতে হাতেখড়ি হয় সুলোচনার। এরপর তিনি জীবনশাখা, বাল্মিকীর মত হিট মারাঠি ছবিতে অভিনয় করেন। মাত্র ১৫ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। বিয়ের পরেও চলচ্চিত্রে সমান তালে কাজ চালিয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী।

Sulochana Latkar

সুলোচনা ৫০ এর দশকে নায়িকা হিসেবে একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছিলেন। তবে বয়স ৩০ এর কোঠায় পৌঁছতেই তার কাছে নায়কের মায়ের চরিত্রে অভিনয় করার প্রস্তাব আসতে শুরু করে। তিনি প্রায় তিন দশক ধরে বিমল রায়, দেবানন্দ, সুনীল দত্ত, রাজেশ খান্না, অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে অভিনয় করেন। অভিনয় জীবনে অবদানের কারণে ১৯৯৯ সালে ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’ সম্মান দেয়।

Sulochana Latkar

আরও পড়ুন : এক বাড়িতে থেকেও শাশুড়ি-বৌমার মুখ দেখাদেখি বন্ধ? ফাঁস হল বচ্চন পরিবারের বড় সিক্রেট

সুলোচনা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার। ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় তার মেয়ে কাঞ্চনা ঘানেকর জানিয়েছেন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার মা। অভিনেত্রীর মৃত্যুর পর তার পরিবারের তরফ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করে জানানো হয়েছে।

আরও পড়ুন : বিয়ের পর শ্বশুরবাড়িতে মুখ দেখাতে পারেননি, রেখাকে জুতো মেরে তাড়িয়েছিলেন শাশুড়ি