উত্তম কুমার থেকে সুচিত্রা সেন, ‘মহাভারত’-এর এই ১৭ চরিত্রে কেমন লাগবে স্বর্ণযুগের অভিনেতাদের? দেখুন ছবি

উত্তম কুমার অর্জুন, সুচিত্রা চিত্রাঙ্গদা! দেখুন ‘মহাভারত’-এর চরিত্রগুলিতে কেমন লাগবে স্বর্ণযুগের অভিনেতাদের

Uttam Kumar-Suchitra Sen In Mahabharata : সম্প্রতি টলিউড (Tollywood) সুপারস্টার দেব রুক্মিণী মৈত্রকে নিয়ে তার আসন্ন ছবি ‘দ্রৌপদী’ পর্দায় উপস্থাপন করার পরিকল্পনা করেছেন। তবে গোটা ‘মহাভারত’ (Mahabharata) নিয়েই যদি টলিউডে সিনেমা বানানো হত আজ থেকে ৪০-৫০ বছর আগে তাহলে কারা থাকতেন কৃষ্ণ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, দূর্যোধন থেকে শুরু করে দ্রৌপদী চরিত্রে? প্রখ্যাত চিত্র পরিচালক অনিকেত মিত্র কিছুটা তার কল্পনা এবং AI প্রযুক্তিকে কাজে লাগিয়ে বানিয়ে ফেললেন স্বর্ণযুগের ‘মহাভারত’ চরিত্রদের লুক।

অনিকেত মিত্রের কল্পনায় তিনি অর্জুন হিসেবে বেছে নিয়েছেন মহানায়ক উত্তম কুমার (Uttam Kumar) -কে। যদিও যে ছবি তিনি পোস্ট করেছেন তার সঙ্গে উত্তম কুমারের চেহারার বিশেষ মিল পাচ্ছেন না নেটিজেনরা। তবুও তার ভাবনাকে সমর্থন জানাচ্ছেন অনেকে। ভীষ্ম হিসেবে কল্পনা করা হয়েছে ছবি বিশ্বাসকে (Chhabi Biswas)। দূর্যোধন হিসেবে কল্পনা করা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) -কে। আর শুভেন্দু চট্টোপাধ্যায় (Shubhendu Chatterjee) -কে শ্রীকৃষ্ণের রূপে দেখতে চেয়েছেন অনিকেত।

MAHABHARATA

দ্রৌপদী হিসেবে মহানায়িকা সুচিত্রা সেনকে নয়, অনিকেতের পছন্দ হয়েছে মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee) -কে। স্বর্ণযুগের অপর এক জনপ্রিয় অভিনেতা বিকাশ রায়কে যুধিষ্ঠির হিসেবে কল্পনা করা হয়েছে। অশ্বথামা ও চিত্রাঙ্গদার চরিত্রের জন্য অনিকেত তার কল্পনায় কোন সুপারস্টারদের কাস্ট করেছেন জানেন? তারা হলেন কিশোর কুমার (Kishore Kumar) এবং সুচিত্রা সেন (Suchitra Sen)।

সুচিত্রা সেনকে চিত্রাঙ্গদার লুকে এখানে একেবারে তার নাতনি রাইমা সেনের মত লাগছে। বলছেন নেটিজেনরা। মহাভারতের অন্ধ রাজা ধৃতরাষ্ট্র চরিত্রের জন্য উৎপল দত্ত (Utpal Dutt) -কে কল্পনা করেছেন অনিকেত। শকুনি মামা হিসেবে কল্পনা করা হয়েছে সন্তোষ দত্তকে। শর্মিলা ঠাকুরকে দেবী গঙ্গার রূপে সাজানো হয়েছে। আর ভানু বন্দোপাধ্যায়কে একলব্য হিসেবে বেশ এক নতুন লুকে দেখা যাচ্ছে এখানে।

MAHABHARATA

এখানেই শেষ নয়। মহাভারতের কর্ণ হিসেবে অনিকেতের পছন্দ সমিত ভঞ্জকে। ধৃতিমান চট্টোপাধ্যায়কে কল্পনা করা হয়েছে অভিমুন্য রূপে। সত্যবতীর ভূমিকায় রয়েছেন সুপ্রিয়া দেবী। ছায়া দেবী হয়েছেন কুন্তী। কল্পনার এই মহাভারত সিরিজের নাম তিনি রেখেছেন ‘ডাইস অফ ডেসটিনি’। অর্থাৎ ভাগ্যের পাশা। তার এই ভাবনাকে কুর্নিশ জানাচ্ছে নেটপাড়া।

আরো পড়ুন : কেন ভেঙেছিল দেব-শুভশ্রীর প্রেম? আসল কারণটা ফাঁস করে দিলেন শুভশ্রী গাঙ্গুলী

অনিকেত বলেছেন, তিনি সত্যজিৎ রায়ের একটি সাক্ষাৎকারে পড়েছিলেন মহাভারতের পাশা খেলার অংশটা নিয়ে একটি সিনেমা বানাতে চাইতেন বাংলার এই লিজেন্ডারি পরিচালক। কিন্তু সেই স্বপ্ন তিনি পূরণ করতে পারেননি। অনিকেত তাই তার নিজের ভাবনা থেকে নিজের মত করে স্বর্ণযুগের শিল্পীদের নিয়ে সাজিয়ে নিলেন মহাভারতের চরিত্রদের। তার প্রশংসায় পঞ্চমুখ গোটা টলিউড।

আরো পড়ুন : ক্যামেরার সামনেই খুল্লামখুল্লা অন্তরঙ্গতা! বি-গ্রেড ছবি দিয়ে কেরিয়ার শুরু করেন এই ৫ বলিউড নায়িকা