বাংলার মহানায়িকা তিনি। টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে আজ পর্যন্ত এমন কোনও অভিনেত্রীর আবির্ভাব হয়নি, জনপ্রিয়তা এবং ব্যক্তিত্বের বিচারে যিনি সুচিত্রা সেনকে (Suchitra Sen) টেক্কা দিতে পারেন। উত্তম কুমার (Uttam Kumar) এবং সুচিত্রা সেন আজও মানুষের মনে গেঁথে রয়েছেন। ইন্ডাস্ট্রির সবথেকে বড় হিট জুটি। তবে তাদের পারিশ্রমিক কত ছিল জানেন? কত পারিশ্রমিক পেতেন সুচিত্রা সেন?
সুচিত্রা সেন ইন্ডাস্ট্রিতে পা রাখেন ষাটের দশকে। বিয়ের পর তিনি অভিনয় শুরু করেন। অবশ্য তার স্বামী দিবাকর সেন তাকে সাহায্য করেছিলেন। বিবাহিতা এবং এক সন্তানের মা হওয়া সত্ত্বেও সুচিত্রা ইন্ডাস্ট্রির মহানায়িকা হতে পেরেছিলেন সেই যুগে দাঁড়িয়ে। শুধু তার ব্যক্তিত্ব এবং অভিনয় ক্ষমতার জোরে। এহেন সুচিত্রা স্বাভাবিকভাবেই যে টাকা পেতেন, তা আজকের যুগে দাঁড়িয়ে কোনও অংশে কম নয়।
সুচিত্রা সেন যখন অভিনয় শুরু করেছিলেন তখন তার পারিশ্রমিক ছিল ৭০ থেকে ৮০ হাজার টাকা। ক্রমে তিনি যখন ইন্ডাস্ট্রির মহানায়িকা হয়ে উঠলেন, তখন তার পারিশ্রমিক বেড়ে হয়েছিল ১ লক্ষ ২৫ হাজার টাকা। অন্যদিকে উত্তম কুমার যখন অভিনয় শুরু করেছিলেন তখন তার পারিশ্রমিক ছিল মাত্র ১৩ টাকা ৫০ পয়সা। অবশ্য সেই সময় শিশু শিল্পী ছিলেন উত্তম।
উত্তম কুমার যখন নায়ক হিসেবে প্রথম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তখন তার পারিশ্রমিক ছিল মাত্র ১.৫ হাজার টাকা। কিন্তু পরে এই টাকার অংকটা কয়েক গুনে বেড়েছিল। কোথাও কোথাও দাবী করা হয় ২ থেকে ৩ লক্ষ টাকা দিয়ে পর্যন্ত তাকে ছবিতে সাইন করাতে দুবার ভাবতেন না প্রযোজকরা। আজকের যুগে দাঁড়িয়ে টাকার অংকটা কয়েক কোটি টাকার থেকে কম নয়।
আরও পড়ুন : কেন অভিনয় ছেড়ে দিয়েছিলেন সুচিত্রা সেন? কেন ৩৬ বছর গৃহবন্দী ছিলেন তিনি?
আরও পড়ুন : শেষ বয়সে কেন বাড়ি ছেড়েছিলেন সুচিত্রা সেন? কোথায় থাকতেন মহানায়িকা?
আবার কোথাও কোথাও দাবী করা হয়, উত্তম কুমারের থেকেও বেশি পারিশ্রমিক ছিল সুচিত্রা সেন। তিনি ছবি পিছু উত্তমের ডবল টাকা নিতেন। তবে টাকার অংকটা যাই হোক না কেন, বর্তমান সময়কালের বিচারে উত্তম এবং সুচিত্রা ইন্ড্রাস্ট্রির সেরা পারিশ্রমিকপ্রাপ্ত তারকাদের মধ্যে অন্যতম ছিলেন।