চোখের জলে বিদায় নিচ্ছে শ্রীময়ী, ধারাবাহিক শেষে চরম সিধান্ত নিলেন জুন আন্টি

প্রায় আড়াই বছরের মাথায় শেষ হতে চলেছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী (Sreemoyee)। শ্রীময়ীর দৌলতেই জুন আন্টিকে (Jun Aunty) পাওয়া। শ্রীময়ী শেষ হয়ে যাওয়ার খবর পেয়েই দ্বিতীয় জুন আন্টির খোঁজে হয়রান দর্শকরা! গত আড়াই বছরে অভিনেত্রী উষসী চক্রবর্তীর (Ushasie Chakraborty) স্মৃতি জুড়ে শুধুই জুন আন্টির স্মৃতি। ধারাবাহিকের শেষ পর্বের শুটিংয়ে এসে তাই মুখে সকলের হাসি থাকলেও মন সকলেরই ভারাক্রান্ত।

১৯শে ডিসেম্বর ধারাবাহিকের শেষ পর্বের সম্প্রচার হবে। তার আগে ১৫ই ডিসেম্বর শেষ পর্বের শুটিং করলেন কলাকুশলীরা। শুটিংয়ের শেষে এলাহী খাওয়া-দাওয়ার বন্দোবস্ত রাখলেন শ্রীময়ী ইন্দ্রানী হালদার এবং দলের সকলে। মাটন বিরিয়ানি, চিকেন চাপ সহযোগে খাওয়া-দাওয়াটা হলো জমাটি। তবে শুটিং শেষ হওয়ার মন খারাপটা সঙ্গে নিয়েই বাড়ি ফিরেছেন সকলে। আনন্দবাজার অনলাইনের কাছে মনের কথা বললেন জুন আন্টি ওরফে উষসী চক্রবর্তী।

জুন আন্টির কথায়, ‘‘রোহিতের মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। খারাপ লাগছে শ্রীময়ীর জন্য। এত ধুমধাম করে রোহিত-শ্রীময়ীর বিয়ে। বেচারি যে ভাবে রোহিতকে জড়িয়ে কাঁদছিল!” অভিনয় হলেও এই দৃশ্য দেখে ইউনিটের সকলের চোখ জলে ভিজে এসেছিল। দৃশ্য দেখে দর্শকের চোখের জলও বাঁধা মানেনি। উষসীর মতে টোটা রায়চৌধুরী এবং ইন্দ্রানী হালদার জুটি হিসেবে ছোটপর্দায় দৃষ্টান্ত গড়ে গেলেন। লীনা গঙ্গোপাধ্যায়ও নজির গড়লেন। সব ধারাবাহিককে যে মিলনান্তক হতেই হবে, এমনটা নাও হতে পারে দেখিয়ে দিলেন লীনা গঙ্গোপাধ্যায়।

ধারাবাহিকে শুরুটা হয়েছিল মধ্যবয়সি নায়ক-নায়িকা এবং খলনায়িকাকে নিয়ে। গতানুগতিক ধারার বিপরীতে হেঁটেই বাজিমাত করেছে শ্রীময়ী। তাই জুন আন্টি খানিক কটাক্ষ করেই বললেন, ‘‘বুড়োদের সিরিয়াল কে দেখবে? আমরা বুড়ো হাড়েই ভেল্কি দেখালাম। শেষ দিন পর্যন্ত ধারাবাহিক রেটিং চার্টে ষষ্ঠ স্থানে। চ্যানেল কার্ডে দ্বিতীয়।’’ এই জয় রোহিত-জুন-শ্রীময়ীর পাশাপাশি গোটা ইউনিটের প্রাপ্য। তবে একথা মানতেই হচ্ছে যে যাওয়ার আগে সকলের বুক খালি করে দিয়ে গেলেন রোহিত সেন।

রোহিত-জুন-শ্রীময়ী, এই তিন চরিত্রকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে শ্রীময়ীর গল্প। তবে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন জুন আন্টি। তার মুখে ভঙ্গি থেকে শুরু করে কথার টান, সব নিয়ে মিম বানিয়েছেন মিমাররা। সোশ্যাল মিডিয়া খুললেই জুনকে নিয়ে শুধুই মিমের বন্যা। অমিত শাহ হোন বা যে কেউ, খারাপের সংজ্ঞা মানেই “জুন আন্টির থেকেও খারাপ”! তাই এখন ‘এই পথ যদি না শেষ হয়’ এর ‘রিনি’কে পেয়ে নেটিজেনদের উচ্ছ্বাস, “জুন আন্টিকে পেয়ে গিয়েছি”!

Ushasie Chakraborty

শ্রীময়ী শেষ হলেও উষসীকে এখন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে জুন আন্টি। তাই এখনই আর ধারাবাহিক নয়, নিজেকে জুন আন্টির গণ্ডি থেকে বের করে আনতে বড় পর্দা বা সিরিজে অভিনয় করার কথা ভাবছেন উষসী। তবে কিছুদিন পর তিনি আবারও ধারাবাহিকের পর্দায় ফিরবেন বলেই জানিয়েছেন।