বাবার বয়সী নায়কের সঙ্গে নোংরা নাচ! ঊর্বশী রাউটেলাকে দেখে ছিঃ ছিঃ করছে নেটপাড়া

বাবার বয়সীর সঙ্গে কোমর দুলিয়ে অশ্লীল নাচ! ঊর্বশী রাউটেলার (Urvashi Rautela) নতুন নাচের ভিডিও দেখে ছিঃ ছিঃ করছে নেটপাড়া। মডেল তথা অভিনেত্রীর ঊর্বশীকে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে চরম সমালোচনার মুখে পড়তে হল। তবে তিনি শুধু একা নন, তার সঙ্গে ‘নোংরা’ নাচের দরুণ ধিক্কার পেলেন তেলেগু সুপারস্টার নন্দমুরি বালাকৃষ্ণও (Nandamuri Balakrishna)।

সম্প্রতি মুক্তি পেয়েছে ঊর্বশীর নতুন একটি মিউজিক ভিডিও। তাতে তার সঙ্গে দেখা গেল তেলেগু সুপারস্টার নন্দমুরি বালাকৃষ্ণকে। যদিও নেট নাগরিকরা এই ভিডিওকে অশালীন মিউজিক ভিডিও বলে অভিযোগ করছেন। ৬৪ বছর বয়সি দক্ষিণী অভিনেতার সঙ্গে ৩০ বছরের ঊর্বশীর অশালীন নাচ দেখে রীতিমত ক্ষুব্ধ নেটপাড়া।

 Dabidi Dibidi

এই মিউজিক ভিডিওটি আসলে আসন্ন তেলেগু সিনেমা ডাকু মহারাজের আইটেম সং। ঊর্বশী নিজেও এই সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটিতে ববি দেওলকেও দেখা যাবে। তবে শুরুতেই সিনেমার আইটেম নাচের ঝলক দেখে সোশ্যাল মিডিয়াতে চলল চরম সমালোচনা।

আরও পড়ুন : প্রকাশ্যে অন্তরঙ্গ চুমু খেয়ে ট্রোলড রাজ-শুভশ্রী, ‘ভালোবাসা নেই, শুধুই শো অফ’ বলছে নেটিজেনরা

 Dabidi Dibidi

আরও পড়ুন : জানুয়ারি মাসে মুক্তি পাচ্ছে ৭টি সিনেমা, কোনটা রিলিজ হচ্ছে হবে? দেখুন তালিকা

এই ভিডিও দেখে কমেন্ট বক্সে কেউ লিখছেন, ‘‘এত বয়স্ক একজন মানুষ এভাবে নাচছেন, তাও আবার মেয়ের বয়সী নায়িকার সঙ্গে! কোরিওগ্রাফার যতই এসব শেখাক না কেন, নায়ক কীভাবে রাজি হতে পারেন? অত্যন্ত কুরুচিকর।” প্রশ্ন উঠছে ঊর্বশীর রুচিবোধ নিয়েও। আগামী ১২ই জানুয়ারি এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।