সদ্য স্টার জলসাতে শুরু হয়েছে বেশ কিছু নতুন সিরিয়াল। চিরসখা, পরশুরাম আজকের নায়ক এবং এছাড়াও আরও বেশ কিছু সিরিয়াল এখন রয়েছে চ্যানেলের হাতে। তাই নতুনকে জায়গা দিতে একটার পর একটা পুরনো কম টিআরপির সিরিয়ালকে সরানো হচ্ছে। এবার যেমন স্টার জলসার আরও একটি সিরিয়াল বন্ধের খবর পাওয়া গেল। কিছুদিন আগেই এই সিরিয়ালের স্লট বদল হয়। এবার পাকাপাকিভাবে অন্তিম শুটিংটাও হয়ে গেল উড়ানের।
হয়ে গেল উড়ানের শেষ শুটিং
হ্যাঁ, এবার বিদায় নেওয়ার পালা, পূজারিণী এবং মহারাজের। স্টার জলসাতে রাত আটটার সময় সম্প্রচারিত হত উড়ান। মুখ্য ভূমিকায় অভিনয় করছিলেন প্রতীক সেন এবং নবাগতা নায়িকা রত্নপ্রিয়া দাস। তবে প্রথম থেকেই এই সিরিয়ালের টিআরপি তেমন ছিল না। প্রথমে নিম ফুলের মধু এবং তারপরে পরিণীতার কাছে প্রত্যেক সপ্তাহে স্লট হারাচ্ছিল উড়ান। তারপর মাঝে স্লট বদলে রাত সাড়ে দশটায় নিয়ে যাওয়া হয় এই সিরিয়ালকে। উড়ানের জায়গা এখন নিয়েছে পরশুরাম আজকের নায়ক।
উড়ানের শেষ দিনের শুটিং কবে?
১১ ই মার্চ উড়ানের অন্তিম শুটিং হয়ে গিয়েছে। মঙ্গলবার ছিল শেষ শুটিংয়ের দিন। শেষ দিনের শুটিংয়ের কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে এই দুঃসংবাদ দিয়েছেন পূজারিণী ওরফে রত্নপ্রিয় দাস। একটি ছবিতে গোটা টিমকে একসঙ্গে পাওয়া গেল। উড়ান শেষ হওয়ার খবর জানার পর থেকেই মন খারাপ দর্শকদের।
আরও পড়ুন : বহু বছর পর জি বাংলায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা! দিলেন বড় সুখবর
View this post on Instagram
আরও পড়ুন : টিআরপির লোভে হিংস্রতা মাত্রা ছাড়াচ্ছে! বাংলা সিরিয়ালের বিরুদ্ধে অভিযোগ দর্শকদের
কবে হবে অন্তিম সম্প্রচার?
শুটিং শেষ হলেও এখন আপাতত রাত সাড়ে দশটার স্লটে কিছুদিন উড়ান দেখতে পাবেন দর্শকরা। গল্প এখন দ্রুত শেষের পথে এগোবে। উড়ান শেষ হওয়ার পর রাত সাড়ে দশটার সময় কোন সিরিয়াল শুরু হবে? নাকি অন্য কোন সিরিয়ালের স্লট বদল হয়ে রাতের স্লটে যাবে? আসলে রাত সাড়ে দশটার সময় সাধারণত নতুন সিরিয়াল শুরু হয় না। কোন পুরনো সিরিয়ালের স্লট বদল হয় এবং সেই প্রাইম টাইমে নতুন কোন সিরিয়াল শুরু হয়। অতএব স্টার জলসাতে শীঘ্রই আরও একটি নতুন সিরিয়াল শুরু হবে ধরে নেওয়াই যায়।