আরও এক সিরিয়াল বন্ধের খবর ভেসে এলো স্টুডিও পাড়া থেকে। স্টার জলসা আরও একটি সিরিয়াল বন্ধ করার পথে হাঁটছে। তবে সুখবর একটাই, আরও একটি নতুন সিরিয়াল আসছে টেলিভিশনের পর্দায়। আর নতুনকে জায়গা দিতে হলে পুরনোকে তো বিদায় নিতেই হবে। তার উপর যদি কোনও সিরিয়াল ধারাবাহিকভাবে টিআরপিতে পিছিয়ে থাকে, তাহলে তো চ্যানেল স্টেপ নেবেই। টিআরপিতে পিছিয়ে থাকা একটি সিরিয়ালকে সরিয়ে দেয় সেই জায়গাতে নতুন সিরিয়াল আনলো চ্যানেল। হয়ে গেল সেই ঘোষণা।
স্টার জলসাতে আসছে পরশুরাম আজকের নায়ক
তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসুর নতুন সিরিয়াল পরশুরাম আজকের নায়ক আসছে। ধারাবাহিকের প্রোমো দেখে খুবই উৎসাহী দর্শকরা। নিঃসন্দেহে এই সিরিয়াল ভালো টিআরপি এনে দেবে চ্যানেলকে। পরশুরামকে প্রাইম টাইমই দেওয়া হয়েছে। বর্তমানে স্টার জলসার যে স্লটটি জি বাংলার কাছে সব থেকে পিছিয়ে আছে, সেই জায়গাটাই দখল করে নিল পরশুরাম।
বন্ধের মুখে এই সিরিয়াল
স্টার জলসা সম্প্রতি পরশুরামের যে টাইম স্লট প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে আগামী ১০ই মার্চ থেকে রাত আটটার সময় এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হবে। বর্তমানে এই সময়ে প্রতীক সেনের উড়ান সিরিয়ালের সম্প্রচার হয়। বিগত ৮ মাস ধরে এই সিরিয়ালের সম্প্রচার চলছে। কিন্তু উড়ান টিআরপির বিচারে বরাবর জি বাংলার কাছে পিছিয়ে থেকেছে। নিম ফুলের মধু থেকে পরিণীতা, বরাবরই উড়ানের বিপরীতে টিআরপিতে এগিয়ে থেকেছে।
আরও পড়ুন : রাতারাতি সিরিয়াল ছাড়লেন দুই শালিকের নায়িকা! যমজ চরিত্রে অভিনয় করবেন কে?
আরও পড়ুন : বাংলা সিরিয়ালের সেরা জুটি কোনটা? প্রকাশ্যে স্টার জলসা অ্যাওয়ার্ডের পুরস্কার প্রাপকদের তালিকা
বন্ধ হয়ে যাবে কি উড়ান?
স্টার জলসা পরশুরামের সম্প্রচারের সময় শেয়ার করলেও উড়ানের নতুন টাইম স্লট জানায়নি। তাই দর্শকদের আশঙ্কা এই সিরিয়ালটাই বন্ধ হতে চলেছে। তবে কেউ কেউ মনে করছেন হয়তো বা উড়ানের স্লট পরিবর্তন হলেও হতে পারে। কারণ বিগত বেশ কিছুদিন ধরে অনুরাগের ছোঁয়া বন্ধ হওয়ার কথা শোনা যাচ্ছে। তাহলে উড়ানকে অনুরাগের ছোঁয়ার জায়গাতেও নিয়ে যাওয়া হতে পারে। শেষ পর্যন্ত স্টার জলসা উড়ানকে নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।