বন্ধ হল UPI, নগদ টাকা ছাড়া এই শহরে আর মিলবে না পেট্রোল

দু-চাকা কিংবা চার চাকা গাড়ি আছে আপনার? পেট্রোল বা ডিজেল ভরতে হবে খুব তাড়াতাড়ি? তাহলে সাবধান। পেট্রোল পাম্প থেকে ডিজেল বা পেট্রোল ভরার আগে ঝটপট করে নিন এই প্রতিবেদন। কারণ পাম্প থেকে পেট্রল কেনার নিয়মে এবার এলো একটা বড় পরিবর্তন। পেট্রল কিনতে গেলে এখন আর UPI দিয়ে কেনা যাবে না। যারা এতদিন UPI ব্যবহার করে পেট্রোল কিনতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন, নতুন নিয়ম সবার আগে তাদের জানা দরকার।

কী পরিবর্তন এল নিয়মে?

ডিজিটাল দুনিয়াতে টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত বেশিরভাগ কাজ এখন UPI ব্যবহার করেই হয়ে যায়। এতদিন পেট্রোল পাম্প থেকে পেট্রোল কিনতে গেলে UPI লেনদেনের মাধ্যমে টাকা মেটাতেন অনেকেই। তবে নতুন নিয়মে UPI আর ব্যবহার করা যাবে না পেট্রোল পাম্পগুলোতে। পেট্রোল কিনতে গেলে এবার লাগবে ক্যাশ টাকা। পকেটে নগদ টাকা না থাকলে পেট্রোল কিনতে পারবেন না আপনি।

Petrol Pump

নগদ টাকা ছাড়া পেট্রোল নয়

পেট্রোল-ডিজেল ভরার জন্য অনলাইন পেমেন্ট নিষিদ্ধ হয়েছে ভারতেরই একটি শহরে। গোটা দেশে কিন্তু এমন নিয়ম চালু হয়নি এখনও। আপাতত মহারাষ্ট্রের নাগপুর শহরের মানুষেরা  ক্যাশ ছাড়া পেট্রল কিংবা ডিজেল কিনতে পারবেন না। অনলাইন পেমেন্ট সেখানে চলবে না। বিদর্ভ পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ঘোষণা করা হয়েছে ১০ ই মে এর পর থেকে ক্যাশ ছাড়া এই শহরে পেট্রোল ডিজেল কিনতে পারবেন না কেউ।

আরও পড়ুন : মজুদ রাখুন খাদ্য! যুদ্ধ পরিস্থিতিতে জেলায় জেলায় পৌঁছালো নির্দেশ

Petrol Pump

আরও পড়ুন : বাতিল হবে লাখ লাখ রেশন কার্ড! এই কাজ না করলে আর মিলবে না রেশন

কেন এমন সিদ্ধান্ত?

যেখানে সরকার থেকে ডিজিটাল পদ্ধতি নিয়ে এত প্রচার চালানো হচ্ছে, সেখানে নাগপুর শহরে এমন সিদ্ধান্ত কার্যকর হওয়াতে আপত্তি তুলছেন জনসাধারণ। তবে পাম্প মালিকদের দাবি দিকে দিকে যেভাবে সাইবার ক্রাইম বাড়ছে সেই কারণে তারা এরকম সিদ্ধান্ত নিয়েছেন। সাইবার অপরাধীরা ভুয়ো ডিজিটাল লেনদেনের মাধ্যমে পেট্রোল ভরে। জাতীয় সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ জানালে উল্টে তাদেরই অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। বহু পাম্প মালিকের ব্যাঙ্ক একাউন্ট এইভাবে বাজেয়াপ্ত হয়েছে। এই হয়রানির মুখে পড়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে এখন থেকে কেবল নগদ টাকা থাকলেই তারা পেট্রোল এবং ডিজেল বিক্রি করবেন।