২০২৫ সালেই মুক্তি পাবে এই ৫ মাস্টারপিস ওয়েব সিরিজের (Web Series) সিক্যুয়াল। যেগুলোর জন্য কয়েক বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। রহস্যরোমাঞ্চ থেকে কমেডি-ড্রামা, সব ধরনের দর্শকদের জন্য থাকছে চমক। থাকছে বাড়িতে বসেই এন্টারটেইনমেন্টের ফুল প্যাকেজ। নতুন বছরে কোন কোন ওয়েব সিরিজ মুক্তির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে? দেখে নিন একে একে।
৫. পাতাল লোক ২ (Paatal Lok 2) : সেই ২০২০ সালে মুক্তি পেয়েছিল পাতাল লোকের প্রথম পার্ট। এই সিরিজে ছিলেন বাঙালি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ৫ বছরের মাথায় মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজের দ্বিতীয় পার্ট। পাতাল লোক ২ কবে মুক্তি পাবে সেই সম্পর্কে এখনও নিশ্চিত কিছু ঘোষণা হয়নি। তবে নির্মাতারা জানিয়েছেন বছরের প্রথম অর্ধেই স্থির করা হয়েছে মুক্তির সময়।
৪. দ্য ফ্যামিলি ম্যান ৩ (The Family Man 3) : প্রথম এবং দ্বিতীয় পার্টের মত ফ্যামিলি ম্যানের তৃতীয় পার্টেও দর্শকদের নতুন চমক দিতে আসছেন মনোজ তিওয়ারি। ২০২৫ সালের দিওয়ালিতে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এই থ্রিলার ওয়েব সিরিজের তৃতীয় পার্ট। মনোজের সঙ্গে জয়দীপ আহলাওয়াতও থাকবেন বলে শোনা যাচ্ছে।
৩. স্টারডম (Stardom) : অবশেষে নতুন বছরে বলিউডে ডেবিউ করতে চলেছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। পরিচালক হিসেবে তার হাতে খড়ি হবে স্টারডম এর হাত ধরে। প্রযোজনায় রয়েছে শাহরুখ এবং গৌরীর রেড চিলিস এন্টারটেইনমেন্ট। ২০২৫ সালে মাস্ট ওয়াচ তালিকাতে অবশ্যই দর্শকরা রাখবেন এই সিরিজকে।
আরও পড়ুন : ওটিটিতে মুক্তি পাচ্ছে বছরের সেরা এই ৫ সিনেমা, না দেখলে চরম মিস
আরও পড়ুন : পরিবারের সামনে ভুলেও নয়, বন্ধ ঘরে একা দেখুন Hoichoi-এর এই ৬টি বোল্ড ওয়েব সিরিজ
২. পঞ্চায়েত ৪ (Panchayat 4) : ১,২,৩, পরপর তিনটে পার্টে পঞ্চায়েত কার্যত জাঁকিয়ে বসেছে দর্শকদের মনে। নতুন বছরের নতুন চমক, পঞ্চায়েত ৪ নাকি মুক্তি পাবে ২০২৫ সালে। অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পাবেন এই সিরিজ।
১. দ্য নাইট ম্যানেজার ২ (The Night Manager 2) : ডিজনি প্লাস হটস্টারে দর্শকদের থেকে বেশ ভালই সাড়া পেয়েছিল অনিল কাপুর, শোভিতা ধুলিপালা ও আদিত্য রায় কাপুরদের দ্য নাইট ম্যানেজার। ২০২৫ সালের মাঝামাঝিতে এই ওয়েব সিরিজের দ্বিতীয় পার্ট মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।