Upcoming Web Series : দুর্গাপূজো শেষ হয়ে গেছে। মানুষের কাছে আর নেই অখন্ড সময়। প্রেক্ষাপটে গিয়ে ছবি দেখার সময় আর এখন কারোর কাছেই নেই তাই অগত্যা ডিজিটাল প্লাটফর্মের (Digital Platform) শরণাপন্ন হতেই হবে আমাদের। চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুর্গাপূজার পরে সপ্তাহের শেষে কোন কোন ওয়েব সিরিজ (Web Series) বা সিনেমা দেখে আপনি কাটাতে পারবেন আপনার উইকেন্ড।
এসপিরেন্টস (Aspirants) : এই ওয়েব সিরিজে অভিনয় করছেন নবীন কস্তুরিয়া, নমিতা দুবে, সানি হিন্দুজা, নুপুর নাকপাল সহ আরো বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী। অপূর্ব সিং করকি পরিচালিত এই ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন টিভিএফ। সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছে গত ২৫ অক্টোবর। ইতিমধ্যেই এই সিরিজটির জনপ্রিয় তার তুঙ্গে।
এনফিল্ড পোল্টাগাইজড (Enfield Poltergeist) : ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত দ্যা কনজিউরিং ২, সিনেমার ওপর ভিত্তি করে এই ওয়েব সিরিজটি তৈরি করা হয়েছে। ২৮ অক্টোবর অ্যাপেল টিভি প্লাসে এই সিরিজটির চতুর্থ এপিসোড মুক্তি পেয়েছে। একটি ছোট্ট শিশুর জীবনে ঘটে যাওয়া একটি ভয়ংকর ঘটনার উপর ভিত্তি করে এই ওয়েব সিরিজটি তৈরি করা হয়েছে।
পেন হাসেলার্স (Pain Hustlers) : একজন মহিলার জীবনের লড়াই নিয়ে তৈরি করা হয় এই সিনেমাটি। কিভাবে একজন মহিলা নিজের জীবনে সংগ্রাম হতাশাগ্রস্ত হয়ে পরে, সেটাই দেখানো হয়েছে এই সিনেমাতে। সিনেমাটির মুক্তি পেয়েছে ২৭ অক্টোবর নেটফ্লিক্সে। এই সিনেমাটিতে হলিউডের একাধিক তারকা অভিনয় করেছেন।
দুরঙ্গ সিজন ২ (Duranga Season 2) : চলতি সপ্তাহে ২৪ অক্টোবর এই সিরিজটি মুক্তি পেয়েছে জি ফাইভে। সিরিজটির ৮ নম্বর এপিসোড প্রকাশ্যে এলো এবার। রোহন সিপ্পি পরিচালিত সিরিজ দিতে অভিনয় করেছেন গুলশন দেভাইয়া, দৃষ্টি ধামি, রাজেশ খট্টর, বরখা বৃষ্টি সহ আরো বেশ কিছু নামী তারকারা।
লাইফ অফ আওয়ার প্ল্যানেট (Life on Our Planet) : ২৫ অক্টোবর এই নেচার ডকুমেন্টারি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। ৪ বিলিয়ন বছর ধরে এই পৃথিবীর যাত্রা ঠিক কেমন ছিল তা তুলে ধরা হয়েছে এই ডকুমেন্টারি হাত ধরে। মর্গ্যান ফ্রিম্যান, কেফাস ব্র্যান্ড অভিনীত এই ডকুমেন্টারি একবার দেখলে কখনো ভুলতে পারবেন না আপনি।
আরও পড়ুন : হলিউড সিরিজকেও হার মানায়, রইল ভারত সেরা ১০ টি ওয়েব সিরিজের তালিকা
সিস্টার ডেথ (Sister Death) : নেটফ্লিক্সে ২৭ অক্টোবর ভৌতিক কাহিনী অবলম্বনে তৈরি এই সিরিজটি মুক্তি পেয়েছে। এই ওয়েব সিরিজটি দেখলে ‘নান’ সিনেমার কথা মনে পড়লেও এটি তার থেকেও আরও বেশি ভয়ংকর।
আরও পড়ুন : ভারতের সেরা ৫০ টি ওয়েব সিরিজের তালিকা, না দেখলে হবে চরম মিস
আরও পড়ুন : বাংলার সেরা ৫ গোয়েন্দা ওয়েব সিরিজ, যেগুলো না দেখলে হবে চরম মিস
কফি উইথ করন সিজন ৮ (Koffee With Karan Season 8) : টেলিভিশন জগতে সবথেকে বিতর্কিত এবং চর্চিত এই অনুষ্ঠানটির ৮ নম্বর সিজন মুক্তি পেয়েছিস ২৬ অক্টোবর। ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়া মাত্রই বিতর্ক তৈরি হয়েছে এই সিজনটিকে ঘিরে।
আরও পড়ুন : যৌনতার মাত্রা ছাড়িয়েছে! পরিবারের সামনে ভুলেও দেখবেন না সব থেকে সাহসী এই ৫ ওয়েব সিরিজ