২০২৫ শে ঝড় তুলতে আসছে এই ১০ বলিউড সিনেমা, যেগুলো না দেখলে হবে চরম মিস

চলে এলো ২০২৫। ২০২৪ সালটা বলিউডের (Bollywood) জন্য হরেগড়ে বেশ ভালই লাভজনক ছিল। তবে ২০২৫ সালের জন্য আরও বড় কিছু ধামাকা প্ল্যানিং রয়েছে ইন্ডাস্ট্রির। ২০২৫ সালে বড় পর্দায় ঝড় তুলতে এখন থেকেই কোমর বেঁধেছে বলিউড। আলিয়া ভাট, সানি দেওল, ভিকি কৌশল, সোনু সুদ, শাহিদ কাপুর, কঙ্গনা রানাওয়াতের মত হাইভোল্টেজ তারকারা রেডি সিনেমা হল কাঁপাতে। এবছর মুক্তি পেতে চলেছে কোন কোন সিনেমা? বছরের শুরুতেই দেখে নিন তালিকা।

১. এমার্জেন্সি (Emergency) : সবার আগে নাম রয়েছে কঙ্গনা রানাওয়াতের সবথেকে বিতর্কিত সিনেমা এমার্জেন্সির। এই সিনেমায় ইন্দিরা গান্ধীর ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ করেছে কংগ্রেস দল। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। সেন্সর বোর্ডের নির্দেশে একাধিক দৃশ্য বাদ দিয়ে অবশেষে আগামী ১০ই জানুয়ারি মুক্তি পেতে চলেছে এমার্জেন্সি।

Fateh

২. ফতেহ (Fateh) : এমার্জেন্সির সঙ্গে একই দিনে মুক্তি পেতে চলেছে সোনু সুদের সিনেমা ফতেহ।

৩. সন্তোষ (Santosh) : সাহনা গোস্বামীর সন্তোষ সিনেমাটিও এমার্জেন্সি এবং ফতেহর সঙ্গে মুক্তি পাবে ১০ই জানুয়ারিতেই। এই সিনেমাটি অস্কারের দৌড়ে রয়েছে এই মুহূর্তে।

Lahore 1947

৪. লাহোর ১৯৪৭ (Lahore1947) : গদর ২ সিনেমার সাফল্যের পর আরও একবার বক্স অফিসে ঝড় তুলতে আসছেন সানি দেওল। এবার তার তুরুপের তাস হবে লাহোর ১৯৪৭। দেশভাগের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমাতে সানি ছাড়াও প্রীতি জিন্টা, আলী ফজল, সাবানা আজমির মত অভিনেতারাও অভিনয় করবেন।

৫. স্কাই ফোর্স (Sky Force) : নতুন বছরে নতুন অ্যাকশন ধামাকা নিয়ে আসতে চলেছেন অক্ষয় কুমার। এই সিনেমাতে সারা আলি খানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

Chhaava

৬. ছাবা (Chhaava) : ৭ই ফেব্রুয়ারি মুক্তি পাবে ভিকি কৌশলের সিনেমা ছাবা। তার নায়িকা হবেন রশ্মিকা মান্দানা ও খলনায়কের ভূমিকায় থাকবেন অক্ষয় খান্না। এই সিনেমাতে ভিকিকে একেবারেই অন্যরকম লুকে দেখা যাবে।

৭. সিকান্দার (Sikandar) : সালমান খানের বহু প্রতীক্ষিত সিকান্দার মুক্তি পাবে আগামী বছর। সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিনেমার টিজার, যেটা কোটি কোটি মানুষের খুবই পছন্দ হয়েছে। এই সিনেমাতেও সালমানের বিপরীতে থাকছেন রশ্মিকা মান্দানা।

আরও পড়ুন : ভারতের নতুন ন্যাশনাল ক্রাশ! বেবি জন সিনেমার এই অভিনেত্রী আসলে কে?

Jolly LLB 3

৮. জলি এলএলবি ৩ (Jolly LLB 3) : দুই জলি এলএলবি, অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসিকে একই ফ্রেমে দেখার সাধ এবার পূরণ হতে চলেছে দর্শকদের।

৯. বাগি ৪ (Baaghi 4) : সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে টাইগার শ্রফ এবং সঞ্জয় দত্তের এই সিনেমাটি। অ্যাকশনধর্মী এই সিনেমা বক্স অফিসে ঝড় তুলবে ৫ই সেপ্টেম্বর থেকে।

Thama

আরও পড়ুন : লরেন্স বিষ্ণৌইকে যোগ্য জবাব দিলেন সালমান খান! ভিডিও দেখে চমকে উঠলো গোটা দেশ

১০. থামা (Thama) : আয়ুষ্মান খুরানার এই সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের অক্টোবর মাসে।

এছাড়াও নতুন বছরের মুক্তির অপেক্ষায় দিন গুনছে অজয় দেবগনের দে দে পেয়ার দে ও বিশাল ভরদ্বাজের পরিচালনায় শাহিদ কাপুরের নতুন একটি সিনেমা। আর বছরের একেবারে শেষ লগ্নে মুক্তি পাবে যশরাজ ফিল্মসের আলফা। আলিয়া ভাটকে একশন মোডে পাওয়া যাবে এই সিনেমায়। সেই সঙ্গে অনিল কাপুর এবং ববি দেওলও থাকবেন।