স্বাধীনতার মাস জমজমাট! এই সপ্তাহেই মুক্তি পাবে নতুন এই ৫ সিনেমা ও ওয়েব সিরিজ

Upcoming Movies And Series On August 2023 : হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন। তারপরেই আসবে ভারতের ‘স্বাধীনতা দিবস’ (Indian Independence Day)। আর তার মধ্যেই স্বাধীনতা দিবসের আগে বক্স অফিস হবে সরগরম। দেবের ব্যোমকেশের সঙ্গে মুখোমুখি একগুচ্ছ হিন্দি সিনেমা। চলুন আজকে জেনে নিই কোন কোন ছবি ও ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে এই স্বাধীনতা দিবসের আগে।

১) নিখোঁজ (Nikhoj) : এই ওয়েব সিরিজটি hoichoi- তে মুক্তি পাচ্ছে ১১ই আগস্ট। এই ওয়েব সিরিজের পরিচালক হলেন অয়ন চক্রবর্তী। গল্পটি একটি সাহসী ডিসিপির মেয়েকে অপহরণ করাকে নিয়ে কেন্দ্র করে। এই ওয়েব সিরিজে অভিনয় করছেন স্বস্তিকা মুখার্জি, টোটা রায় চৌধুরী, কনীনিকা ব্যানার্জি, শাঁওলী চ্যাটার্জি, সোমাশ্রী ভট্টাচার্য।

Abar Proloy

২) আবার প্রলয় (Abar Proloy) : ‘বাঘ যেখানে দাঁড়িয়ে যায়, সেখানেই রাজা’! রাজ চক্রবর্তীর কেরিয়ারের অন্যতম মাইলস্টোন ‘প্রলয়’। এক দশক পর আরও বড় তাণ্ডব নিয়ে ফিরলেন পরিচালক, এবার মাধ্যম বদলেছে। ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে আসছে ‘আবার প্রলয়’। অভিনয়ে আছেন শাশ্বত চ্যাটার্জি, পরাণ বন্দ্যোপাধ্যায়, হৃত্বিক চক্রবর্তী, সায়নী ঘোষ, গৌরব চক্রবর্তী, দেবাশীষ মন্ডল, জুন মালিয়া, কৌশানি মুখার্জি ও রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। সুন্দরবনে একটি শিশু পাচার র‌্যাকেটকে ঘিরে এই গল্প।

৩) বোমক্যেশ ও দুর্গরহস্য (Byomkesh o Durgo Rahosyo) : আর কদিন পরেই মুক্তি পেতে চলেছে দেব অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। এই সিনেমার মধ্যে দিয়ে সুপারস্টার দেব প্রথমবার ব্যোমকেশ বক্সী হচ্ছে। দেবের সাথে এই সিনেমায় অভিনয় করছেন রুক্মিণী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য, রজতাভ দত্ত ও প্রমুখ।ব্যোমকেশ, অজিত ও সত্যবতী আসছেন দুর্গের রহস্য সমাধানে।

GADAR

৪) গদর ২ (Gadar 2) : ২০০১ সালে মুক্তি পেয়েছিল সানি দেওল ও আমিশ প্যাটেল অভিনীত ছবি ‘গদর।’ সে সময় বক্সঅফিসে সাড়া ফেলেছিল তারা সিং ও সাকিনার সেই প্রেমের ছবি। ২২ বছর পর ফের এই ছবির সিক্যুয়েল নিয়ে আসছেন সানি ও আমিশা।ই সিকুয়েল নিয়ে অধীর অপেক্ষায় আছে মানুষ। ইতিমধ্যেই কোটি কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গেছে।

OMG 2

আরও পড়ুন : বাঙালি মেয়েকে কাজ দেয়নি বলিউড! মাত্র ২৮ বছরেই কেন অভিনয় ছেড়ে দেন সুস্মিতা সেন?

৫) ও মাই গড ২ (OMG 2) : ১১ অগস্ট বড়পর্দায় আসছে ও মাই গড ২। ছবিতে ভগবান শিবের আস্তিক ভক্ত কান্তি স্মরণ মুদগলের ভূমিকায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি ।ও মাই গড ২-তে ভগবান শিবের চরিত্রে রয়েছেন  অক্ষয় কুমার। অমিত রাইয়ের গল্প ও পরিচালক উনি নিজেই। এই সিনেমাটি ও মাই গড-র সিকুয়েল।

আরও পড়ুন : এক পয়সা রোজগার নেই, বলিউডের ১০০০ কোটি টাকার ক্ষতি করেছেন এই অভিনেতা