এই মাসে কোন কোন সিরিজ রিলিজ হচ্ছে? কবে কোনটা কোথায় দেখতে পাবেন?

জানুয়ারিতেই মুক্তি পাবে একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ থেকে সিনেমা। বাড়িতে বসে অনলাইনেই ওটিটিতে পেয়ে যাবেন এইসব কনটেন্ট। কষ্ট করে সিনেমা হলে যেতে হবে না আর। বছরের শুরুতেই বিনোদনের মহা ধামাকা নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। কবে কোনটি কোন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে জানাবো আপনাদের। আজ আপনাদের জানাবো জানুয়ারি মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এমন ৮ সিনেমা এবং সিরিজের নাম ও সেগুলো মুক্তির দিনক্ষণ। এই তালিকায় রয়েছে,

৮. পাতাললোক (Paatal Lok) : ৪ বছর পর পাতাললোক ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন মুক্তি পাবে এই জানুয়ারিতেই। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত এই ওয়েব সিরিজটি ব্যাপক প্রশংসা পেয়েছিল দর্শকদের থেকে। আগামী ১৭ ই জানুয়ারি আপনি এই ওয়েব সিরিজটি অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পাবেন।

Black Warrent

৭. ব্ল্যাক ওয়ারেন্ট (Black Warrent) : তিহাড় জেলে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে আসছে এই ওয়েব সিরিজ। আগামী ১০ই জানুয়ারি নেটফ্লিক্স এ মুক্তি পাবে ব্ল্যাক ওয়ারেন্ট নামের এই ওয়েব সিরিজ।

৬. শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া ৪ (Shark Tank India 4) : এই রিয়েলিটি শোয়ের চতুর্থ সিজনটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মেই। ৬ ই জানুয়ারি সনি লিভতে মুক্তি পাবে শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া ৪। এই রিয়েলিটি শোতে তরুণ প্রজন্মের ব্যবসায়ীরা তাদের ব্যবসার আইডিয়া শেয়ার করেন। তাদেরকে তাদের স্বপ্ন পূরণের ব্যবস্থা করে দেয় এই শো।

All We Imagine As Light

৫. অল উই ইমাজিন এজ লাইট (All We Imagine As Light) : এই মালায়ালাম সিনেমাটি গত বছর কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ পি পুরস্কার জয় করেছিল। সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কানি কুশ্রুতি এবং দিব্যা প্রভা। সিনেমাটিতে দুটি নার্সের জীবন তুলে ধরা হয়েছে। আপনি এই সিনেমাটি পেয়ে যাবেন হটস্টারে।

৪. দ্য রোশনস (The Roshans) : বলিউড সুপারস্টার রাকেশ রোশন, রাজেশ রোশন, হৃত্বিক রোশনের পরিবারকে হাইলাইট করে বানানো হয়েছে একটি তথ্যচিত্র। যেখানে শাহরুখ খান, করণ জোহার সহ বলিউডের বহুবিশিষ্টরা এই রোশন পরিবার নিয়ে তাদের মতামত জানিয়েছেন। আগামী ১৭ ই জানুয়ারি থেকে আপনি এই তথ্য চিত্রটি দেখতে পাবেন নেট ফ্লিক্সে।

আরও পড়ুন : ২০২৪ সালের সেরা আয় করেছে কোন কোন সিনেমা? দেখুন সম্পূর্ণ তালিকা

The Sabarmati Report

৩. দ্য সবরমতী রিপোর্ট (The Sabarmati Report) : গত বছরের নভেম্বর মাসে সিনেমা হলে মুক্তি পায় এই সিনেমাটি। জানুয়ারি মাসের ১০ তারিখের জি ফাইভে অনলাইনে মুক্তি পাবে বিক্রান্ত মাসের এই সিনেমা।

২. গুনাহ ২ (Gunaah 2) : তুরস্কের এই ওয়েব সিরিজটিকে নিয়েও গোটা বিশ্ব জুড়ে ব্যাপক চর্চা চলছে। সিরিজটি ডিজনি প্লাস হটস্টার দেখতে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন : ২০২৪ সালের সেরা ফ্লপ! বলিউডের কয়েকশো কোটি টাকার লোকসান করেছে এই ১০ সিনেমা

Khoj - Parchaiyon Ke Uss Paar

১. খোঁজ পরছাইয়োকে উস পার (Khoj – Parchaiyon Ke Uss Paar) : রহস্য রোমাঞ্চধর্মী এই ওয়েব সিরিজটি এখন জি ফাইভেই পেয়ে যাবেন। এই সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শরিব হাশমি এবং অনুপ্রিয়া গোয়েঙ্কা।