বছরের শুরুতেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে ভিকি কৌশলের ছাবা। ৭০০ কোটি টাকা আয় নিয়ে বছরের বিগ ওপেনিং বলিউডকে দিয়েছে এই সিনেমা। তবে এটা তো কেবলই শুরু। আগামী কয়েক মাসে একটার পর একটা ধামাকা রিলিজ দিতে চলেছে বলিউড। এই বছরই মুক্তি পাবে এমন ৭টি সিনেমা, যেগুলোর ধরুন বলিউডের আয় হবে হাজার হাজার কোটি টাকা। দেখে নিন এক নজরে সেই তালিকা।
১. সিকান্দার : এটি একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। এই সিনেমার গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন এ আর মুরুগাডস। সাজিব নাদিয়াওয়ালা এই সিনেমার প্রযোজনা করেছেন। এখানে মুখ্য ভূমিকায় পাওয়া যাবে সালমান খানকে। টাইগারের পর আবার বড় ব্যানারে পর্দায় ফিরছেন সালমান। এই সিনেমায় তার বিপরীতে থাকবেন রশ্মিকা মান্দানা। এছাড়াও কাজল আগারওয়াল, সত্যরাজ, শরমন জোশি, প্রতীক বব্বররাও অভিনয় করবেন এই সিনেমায়। আগামী ২৮ শে মার্চ এই সিনেমাটি মুক্তি পাবে।
২. জাত : সালমানের পাশাপাশি বলিউড কাঁপাতে আসছেন সানি দেওলও। গদর টু সিনেমা দিয়ে বলিউডে তার কামব্যাক হয়েছে। ২০২৫ সালে তিনি আরও একবার ধামাকা করতে আসছেন। জাত সিনেমাটি একটি অ্যাকশন থ্রিলার সিনেমা যার পরিচালনা করেছেন গোপিচাঁদ মালিনেনি। এই সিনেমায় সানি দেওল ছাড়াও রণদীপ হুডা, বিনীত কুমার সিং, প্রশান্ত বাজাজরা অভিনয় করেছেন। আগামী ১০ই এপ্রিলে এই সিনেমাটি মুক্তি পাবে।
৩. ওয়ার ২ : স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা ওয়ার ২ মুক্তি পাবে আগামী ১৪ই আগস্ট। ২০১৯ সালের ওয়ার সিনেমার সিকুয়েল এটি। এখানেও অভিনয় করছেন হৃত্বিক রোশন। তার সঙ্গে থাকবেন দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদ্ভানি।
৪. সিতারে জমিন পর : আমির খাও এবং কিরণ রাও প্রযোজিত এই সিনেমাটির একটি স্পোর্টস ড্রামা মুভি। এটি স্প্যানিশ ছবি চ্যাম্পিয়ন এর রিমেক। মুখ্য ভূমিকাতে অভিনয় করেছেন আমির খান এবং জেনেলিয়া ডিসুজা। এই সিনেমাটি ২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তি পাবে।
৫. হাউসফুল ৫ : কমেডি জনেরার হাউসফুল ফ্রাঞ্চাইজির পরবর্তী পার্ট মুক্তি পাবে এই বছরের জুন মাসে। অভিনয় করবেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, ববি দেওল, ফারদিন খান, নানা পাটেকর, জ্যাকি শ্রফ, দিনো মোরিয়া, শ্রেয়স তালপাড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ, নার্গিস ফকরি, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া, সৌন্দর্য শর্মা এবং চাঙ্কি পাণ্ডে।
আরও পড়ুন : ২০২৫ সালে বলিউডে পা রাখছে এই ৭ তারকা সন্তান
আরও পড়ুন : ২০২৫ জুড়ে ওটিটিতে ধামাকা! হইচইতে মুক্তি পাবে ২০ টি নতুন ওয়েব সিরিজ
৬. জলি এলএলবি ৩ : সুভাষ কাপুর পরিচালিত এই ব্ল্যাক কমেডি লিগাল ড্রামা মুক্তি পাবে এই বছরের আগস্ট মাসে। এই সিনেমাতে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসি দুজনেই। সেই সঙ্গে থাকবেন হুমা কুরেশি, সৌরভ শুক্লা, অন্নু কাপুররা।
৭. আলফা : এই বছরের ডিসেম্বর মাসে মুক্তি পাবে স্পাই ইউনিভার্সের আরেকটি সিনেমা আলফা। এই ফ্রাঞ্চাইজির এই সিনেমাতে এক মহিলা স্পাইকে দেখানো হবে এই প্রথমবার। অভিনয় করবেন আলিয়া ভাট এবং শর্বরী।