২০২৫ সালে বক্স অফিসে ধামাকা করতে আসছে সাউথের এই ৪ টি সিনেমা। রামচরণ, প্রভাস, যশ, মহেশ বাবু, রাজামৌলি, কোমর বেঁধেছেন ২০২৫ এর জন্য। এক নজরে দেখে নিন কবে কোনটি মুক্তি পাবে।
১. গেম চেঞ্জার (Game Changer) : এই বছরের শুরুটাই হচ্ছে রামচরণের গেম চেঞ্জার দিয়ে। জানুয়ারি মাসেই মুক্তি পাবে এই সিনেমাটি। সিনে বিশেষজ্ঞদের দাবি, এই সিনেমা প্যান ইন্ডিয়া হিট হবেই।
২. রাজাসাহেব (Rajasaab) : রামচরণের পর দক্ষিণের পরবর্তী ধামাকা সিনেমা নিয়ে আসছেন প্রভাস। সিনেমার নাম বদলে রাজারাণীও রাখা হতে পারে। এপ্রিল মাসেই মুক্তি পাবে প্রভাসের এই সিনেমাটি যেটার সুপারহিট হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ। খলনায়কের ভূমিকায় থাকবেন সঞ্জয় দত্ত।
৩. SSMB 29 : এস এস রাজামৌলির পরিচালনায় মহেশবাবুর SSMB 29 -ও মুক্তি পাবে এপ্রিল মাসেই। কড়া টক্কর দেবে প্রভাসের সিনেমাকে। একে তো নায়ক মহেশবাবু, তার উপর আবার বাহুবলি, আরআরআর খ্যাত রাজামৌলির পরিচালনা। রিলিজ হওয়ার আগেই সিনেমা হিট ধরে নিয়েছেন দর্শকরা।
আরও পড়ুন : ২০২৫ সালে মুক্তির দোরগোড়ায় কোন কোন সিনেমা? দেখে নিন সম্পূর্ণ তালিকা
আরও পড়ুন : Box Office-এ ঝড় তুলতে আসছে Jeet এর Upcoming 7 টি Movie
৪. কেজিএফ চ্যাপ্টার ৩ (KGF 3) : এই বছরের সবথেকে বড় সিনেমা হতে চলেছে যশের কেজিএফ চ্যাপ্টার ৩। দর্শকদের বহু প্রতিক্ষিত এই সিনেমা। এর আগের দুটো পার্ট ব্যাপক হিট হয়েছে। তৃতীয় পার্ট সব রেকর্ড ভেঙে দেবে, এমনটাই আশা নির্মাতাদের। সিনেমাটি কবে মুক্তি পাবে তা জানা যায়নি এখনও। কিন্তু যেদিনই মুক্তি পাক, ২০২৫ সালের রেকর্ড ব্রেকিং সিনেমা হয়ে দাঁড়াবে কেজিএফ চ্যাপ্টার ৩।