২০২৫-এ মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত এই ৭টি বাংলা সিনেমা, বক্স অফিসে উঠবে ঝড়

বহুরূপী, সন্তান থেকে খাদান, ২০২৪ সালটা কার্যত টলিউডের (Tollywood) বক্স অফিসের জন্য নেহাত মন্দ ছিল না। তবে আরও বড় ধামাকা নিয়ে আসছে ২০২৫। এই বছর দেব, শ্রাবন্তী, প্রসেনজিৎ চ্যাটার্জী, শিবপ্রসাদ মুখার্জী, নন্দিতা দাসেরা একের পর এক ব্লকবাস্টার ছবির উপহার নিয়ে আসছেন। ২০২৫ সালের বহুপ্রতীক্ষিত সিনেমা এই ৭ টি সিনেমা। যেগুলো না দেখলেই হবে চরম মিস। দেখুন তালিকায় রয়েছে কোন কোন সিনেমা।

৭. বিনোদিনী একটি নটির উপাখ্যান (Binodiini – Ekti Natir Upakhyan) : আগামী ২৩শে জানুয়ারি মুক্তি পাচ্ছে রুক্মিণী মৈত্রর বিনোদিনী। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত এই পিরিয়ড ড্রামা নিয়ে চর্চা চলছে বিগত দু’বছর ধরে। বাংলা থিয়েটারের জনপ্রিয় কিংবদন্তি বিনোদিনীর কাহিনী তুলে ধরা হবে এই সিনেমা মারফত।

Shotti Bole Shotti Kichu Nei

৬. সত্যি বলে সত্যি কিছু নেই (Shotti Bole Shotti Kichu Nei) : সৃজিত মুখার্জির এই সিনেমাটিও মুক্তি পাবে ২৩ শে জানুয়ারি। কৌশিক সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, কাঞ্চন মল্লিক, অর্জুন চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী-সহ আরও অনেকে রয়েছেন এই তারকাখচিত সিনেমাতে।

৫. আমার বস (Amar Boss) : আগামী ১৬ই মে মুক্তি পাবে নন্দিতা এবং শিবপ্রসাদের সিনেমা আমার বস। বহুরূপীর পর আরও একটি নতুন চমক নিয়ে আসছেন এই জুটি। উপরি পাওনা হিসেবে থাকবে শিবপ্রসাদের অভিনয়। এই ছবিতে রাখি গুলজারও থাকবেন। বহু বছর পর আবার বাংলা সিনেমাতে ফিরলেন রাখি।

Debi Choudhurani

৪. দেবী চৌধুরানী : ২০২৫ এর বহু প্রতীক্ষিত সিনেমা দেবী চৌধুরানী। সিনেমাটির প্রি টিজার সকলের নজর কেড়েছে। বিশেষ করে ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিৎ, তার কপালে রক্ত তিলক, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় বাঁধা লাল কাপড়ের ফেট্টি। এমন লুকে সবাইকে চমকে দিয়েছেন প্রসেনজিৎ। সেই সঙ্গে বাংলার দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত সম্রাজ্ঞী দেবী চৌধুরানীর ভূমিকায় শ্রাবন্তীও সিনেমা হল কাঁপাতে তৈরি। এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ১লা মে।

৩. পুরাতন (Puratan) : মা এবং মেয়ের সম্পর্কে গল্প নিয়ে আছে নতুন সিনেমা পুরাতন। এই সিনেমাতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন শর্মিলা ঠাকুর এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণার স্বামীর ভূমিকায় থাকবেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এই সিনেমাটি বিদেশে মুক্তি পাওয়ার পর অনেক প্রশংসা কুড়িয়েছে। আগামী ১১ এপ্রিল সিনেমাটি বাংলায় মুক্তি পাবে।

আরও পড়ুন : ২০২৪ সালের সেরা ১০ টি বাংলা সিনেমা, যেগুলো দর্শকদের বিচারে সেরা

Swarthopor

আরও পড়ুন : ২০২৫ সালে মুক্তির দোরগোড়ায় কোন কোন সিনেমা? দেখে নিন সম্পূর্ণ তালিকা

২. স্বার্থপর (Swarthopor) : এই সিনেমাতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিককে। কোয়েলের দাদা ভূমিকায় অভিনয় করবেন কৌশিক সেন। ভাই-বোনের ঝগড়া এবং অশান্তিকে কেন্দ্র করেই বোনা স্বার্থপরের গল্প।

১. রঘু ডাকাত (Raghu Dakat) : এই বছর দুর্গা পুজোয় মুক্তি পাবে দেবের রঘু ডাকাত। গোলন্দাজের পর পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই সিনেমাতে অভিনয় করবেন। ১লা জানুয়ারি এই সিনেমার প্রথম লুক প্রকাশ পায়। খাদানের পর রঘু ডাকাত দেবের পরবর্তী ব্লকবাস্টার চলেছে।