ভারতীয় সিনেমা ও বিনোদন জগতে ‘জিও স্টুডিওজ’-এর (Jio Studios) অবদান কম নয়, বহু জনপ্রিয় ছবি প্রযোজনা করেছে এই সংস্থা। এবছর তারা সারা ভারত জুড়ে ১০০টি ছবি আনতে চলেছে। যার মধ্যে রয়েছে বেশ কিছু বাংলা সিনেমাও। সম্প্রতি এই বাংলা সিনেমাগুলির তালিকা একটি টিজারের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ‘জিও স্টুডিওজ’ এবং ‘এসভিএফ’ (SVF) যৌথভাবে এই কাজ করেছে।
ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকারা রয়েছেন এই ছবিগুলিতে। ‘জিও স্টুডিওজ’-এর এই তালিকার প্রথমেই নাম রয়েছে অনির্বাণ ভট্টাচার্যের। গতবছর তার পরিচালিত ‘বলভপুরের রূপকথা’ ছবিটি বক্স অফিসে সাফল্য পেয়েছিল। এবছর আসতে চলেছে তার ‘অথৈ’ ছবিটি। তবে শোনা গিয়েছে এই ছবি ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তি পাবে।
এই ছবিতে ক্রিয়েটিভ ডিরেক্টরের ভূমিকায় কাজ করেছেন। এরপর রয়েছে ‘বগলা মামা যুগ যুগ জিও’ এই ছবির পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। তবে এই ছবিটি চলতি বছরেই আসছে। আগস্ট মাসেই মুক্তি পাবে এই ছবি। এখানেই শেষ নয়, এরপর রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘Cop ইউনিভার্স’ রয়েছে।
অন্যদিকে দিকে, ‘২২ শ্রাবণ’ এবং ‘ভিঞ্চি দার’ মতো দুটি ছবির মিশেলে আরও একটি ছবি আসতে চলেছে। এই ছবির নাম ‘দশম অবতার’। এই ছবিগুলির পরিচালনা করবেন সৃজিত। এছাড়াও সুপারস্টার মিঠুন চক্রবর্তীর একটি ছবিও রয়েছে এই তালিকায়।
চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবিটি। ছবির নাম ‘কাবুলিওয়ালা’ এবং এই ছবির পরিচালনা করেছেন সুমন ঘোষ। এছাড়াও জানা গিয়েছে, জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর একটি ছবিও রয়েছে এই তালিকায়। যদিও তার এই ছবির নাম ও ছবির মুক্তির দিন সম্পর্কে জানা যায়নি। এই তালিকায় আরও অনেক ছবি।
আসন্ন এই ছবিগুলিতে নায়ক-নায়িকার ভূমিকায় অভিনয় করবেন বাঙালি তারকা অভিনেতা ও অভিনেত্রীরা। এই তারকাদের তালিকায় নাম রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। তাই এবছর বাঙালিদের বিনোদনের কোনও অভাব থাকবে না। এছাড়াও কোয়েল মল্লিকের দুটি ছবিও মুক্তি পাবে এই বছর যার মধ্যে একটি আসছে মিতিন মাসি সিরিজের।