কেন কপিল শর্মা শো ছেড়ে দিয়েছিলেন উপাসনা সিং? বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

উপাসনা সিং, হিন্দি টেলিভিশন থেকে শুরু করে বলিউড সিনেমা, দক্ষ অভিনেত্রী হিসেবে বারবার নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেত্রী। শুধু অভিনয় নয়, কমেডিতেও তিনি সেরা। কমেডিয়ান হিসেবে তার জনপ্রিয়তা অনেক বেড়েছিল ‘কমেডি নাইট উইথ কপিল’ শো থেকে। এই শো রাতারাতি তাকে গোটা ভারতে বিখ্যাত করে তোলে। কিন্তু হঠাৎই কপিল শর্মার শো ছেড়ে দেন উপাসনা। কেন? এতদিনে সেই কারণটা ফাঁস করলেন অভিনেত্রী।

২০১৩ থেকে ২০১৬, তিন বছর কপিল শর্মা শোতে চুটিয়ে কাজ করেছিলেন উপাসনা। সম্প্রতি একটি পডকাস্টে সাক্ষাৎকার দেওয়ার সময় উপাসনা জানান কেন তিনি সেই সময় এই শো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। অভিনেত্রী বলেন যখন কমেডি নাইট উইথ কপিল শুরু হয়েছিল সেই সময় প্রায় আড়াই বছর শোয়ের টিআরপি ছিল সেরা। কিন্তু হঠাৎ করে টিআরপি কমতে শুরু করে এই শোয়ের। তখন উপাসনা কপিলের সঙ্গে কথা বলেন।

Upasana Singh Revealed Why She Left The Kapil Sharma Show

আসলে ওই সময় শোয়ের টিআরপি কমে যাওয়ার কারণ ধরে ফেলেছিলেন উপাসনা। তার মনে হয়েছিল শোয়ের সদস্যদের চরিত্রগুলোকে বদলে দেওয়া হয়েছে। চরিত্রগুলোর মধ্যে আগের মতো প্রাণ খুঁজে পেতেন না উপাসনা। যেমন তার নিজেরই পাঞ্চ লাইন, যেগুলো শুনলে দর্শকরা হেসে গড়াতেন, সেগুলো ডায়লগ থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। চরিত্রগুলোর মধ্যে কিছু বদল হওয়ার প্রয়োজন ছিল বলে মনে করতেন উপাসনা। কিন্তু কপিলকে বলেও লাভ হয়নি। সেই সময় অনেকেই এই শো ছেড়ে দিয়েছিলেন।

আরও পড়ুন : ৭ বছরের ছোট ছেলের সঙ্গে সহ’বাস থেকে প্রেগনেন্ট! দেখুন অর্চনা পূরন সিংয়ের বিতর্কিত জীবন

Upasana Singh Revealed Why She Left The Kapil Sharma Show

আরও পড়ুন : টয়লেট সাফাইকর্মীর মেয়ে, ডাস্টবিন থেকে তুলে খাবার খেতেন, ভারতী সিংয়ের ছেলেবেলা ছিল খুবই কষ্টের

কিন্তু উপাসনা তখনও শো ছেড়ে যেতে পারেননি কারণ চ্যানেলের সঙ্গে তার চুক্তি ছিল। শোয়ের উপর চ্যানেলের খবরদারি মোটেও পছন্দ করতেন না উপাসনা। তাই তিনি চুক্তির মেয়াদ শেষ হতেই শো ছেড়ে দেন। পরে কপিল তাকে আবার ফিরে আসার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু ততদিনে তিনি নিজের প্রযোজনা সংস্থার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু কপিলের সঙ্গে তার সম্পর্ক কখনও খারাপ হয়নি। উপাসনা পরবর্তীকালে যে দুটি পাঞ্জাবি সিনেমার প্রযোজনা করেছিলেন, কপিল তার ভয়েস ওভার দিয়েছিলেন। এরপরে আর তাদের এক সঙ্গে কাজ করা হয়নি।