একটি বিজ্ঞাপন বদলে দেয় জীবন, সাধারণ মেয়ে থেকে কীভাবে অভিনেত্রী হলেন সুস্মিতা

বাংলা টেলিভিশন জগতের অন্যতম মিষ্টি একজন অভিনেত্রী হলেন সুস্মিতা দে (Susmita Dey)। বর্তমানে তিনি অভিনয় করছেন স্টার জলসার ‘কথা’ (Katha) নামক একটি ধারাবাহিকে মুখ্য চরিত্রে। গাছ পাগল এক মেয়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি। আজ যে মেয়েটি ধারাবাহিক জগতে দাপিয়ে বেড়াচ্ছে সেই মেয়েটির অভিনয় জীবনে আগমন কিছুটা অদ্ভুত ভাবে। চলুন জেনে নেওয়া যাক সেই গল্প।

কখনো অপু হয়ে মানুষের মন জয় করেছেন কখনো আবার পঞ্চমী হয়ে মানুষকে আনন্দ দিয়েছেন। এখন মিস গোবর দেবী রূপে অভিনয় করছেন কথা ধারাবাহিকে।মাত্র কয়েক বছরেই সুস্মিতা বেশ ভালই জায়গা করে নিতে পেরেছেন বাংলা ধারাবাহিকে। কিন্তু শুরুটা হয়েছিল কোথায়? কিভাবে তিনি এলেন অভিনয় জগতে?

 

শুরুটা একটু অদ্ভুত। একবার রাস্তায় একটি গয়নার বিজ্ঞাপন দেখে অভিনয় জীবনে আসার একটি ইচ্ছা তৈরি হয় সুস্মিতার মনে। বলা ভালো, ওই বিজ্ঞাপনই সারা জীবনের জন্য সুস্মিতার ভাগ্য পাল্টে দেয়। বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে অবশেষে আসানসোলের একরূপান শিল্পীর হাত ধরে মডেলিং দুনিয়ায় পদার্পণ করেছিলেন সুস্মিতা।

বেশ কয়েক বছর মডেলিং করার পর অবশেষে ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকে কাজ করার সুযোগ পেয়ে যান তিনি। জি বাংলার এই ধারাবাহিকে কাজ করেই রাতারাতি পরিচালকদের নজরে আসেন অপরাজিতা ওরফে সুস্মিতা। এরপর ‘বৌমা এক ঘর’ এবং ‘পঞ্চমী’ ধারাবাহিকে অভিনয় করেন তিনি কিন্তু এই ধারাবাহিকগুলি তেমনভাবে টিআরপির তালিকায় ছাপ ফেলতে পারেনি।

KATHA

আরও পড়ুন : রুপে লক্ষ্মী গুণে সরস্বতী, খালি গলায় দুর্দান্ত গান গেয়ে ভাইরাল অভিনেত্রী সুস্মিতা দে

অতীতের দুটি ধারাবাহিক কেমন ভাবে মানুষের মনে জায়গা না করে নিতে পারলেও এবার কথা ধারাবাহিকের হাত ধরে নতুন রূপে ফিরে এসেছেন সুস্মিতা। ‘কথা’ ধারাবাহিকে সুস্মিতার বিপরীতে অভিনয় করছেন সাহেব ভট্টাচার্য। এই সিরিয়ালে একজন গাছ প্রেমিক মানুষের ভূমিকায় অভিনয় করছেন সুস্মিতা। মা মরা কথা মামা এবং মাইমার বাড়িতে মানুষ।

Unknown Life Story Of Star Jasha Katha Serial Actress Susmita Dey

আরও পড়ুন : ভারতের সবথেকে জঘন্য সিরিয়াল কোনটি? প্রকাশ্যে এল সমীক্ষার ফলাফল

কথা সাহেব ওরফে অগ্নিভর বাড়িতে যায় করমচা নিয়ে। সেখানে একে অপরের সঙ্গে ধাক্কা লেগে যায় তাদের। সামনাসামনি দেখা হয় নায়ক এবং নায়িকার। শুরু হয় গল্প। এই গল্প বেশ খানিকটা ইউনিক হলেও এই গল্পের রেশ কতটা মানুষের মন ছুঁতে পারবে সেটা এখন দেখার। প্রসঙ্গত, ধারাবাহিকে সুস্মিতা এবং সাহেব ছাড়া অভিনয় করবেন মনামী ঘোষ। তবে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করবেন নাকি গেস্ট হিসাবে, তা এখনও জানা যায়নি।