তামিল ফিল্ম ইন্ড্রাস্ট্রি (Tamil film industry) -তে একটি অন্যতম নাম হলো জেমিনি গণেসান (Gemini Ganesan)। তিনি তার অভিনয় জীবনে ২০০ টি ছবিতে অভিনয় করেছেন। তবে একজন ভালো অভিনেতার পাশাপাশি তার জীবন ছিল বিতর্কে ভরা। তিনি চারটি বিয়ে করেছিলেন। তার মোট ৮ টি সন্তান ছিলো। তার মধ্যে একটি মেয়ে রেখা (Rekha) আজ বলিউড (Bollywood) – এর নামকরা অভিনেত্রী। চলুন জেনে নিই রেখার বাবা জেমিনি গণেসানের জীবন কেমন ছিল।
জেমিনি গণেসানের আসল নাম ছিল রামাসামি গণেশন। তবে তিনি অভিনয় জগতে জেমিনি গণেসানের নামেই পরিচিতি পেয়েছিলেন। তামিল সিনেমা জগতে তাকে সবাই কাধল মান্নান অর্থাৎ রোমান্সের রাজা বলতেন। তবে তিনি আরও একটি নানে পরিচিত ছিলেন সেটি হলো মিথুন গণেশন। তবে তিনি শুধু অভিনয়ের জন্য নয়, ব্যক্তিগত জীবনের জন্যও খবরে ছিলেন।
কোন সন্দেহ নেই যে মিথুনের স্টারডম দীর্ঘকাল স্থায়ী ছিল। আর তিনি তার অভিনয় দক্ষতা দিয়েই সেটা অর্জন করেছিলেন। তবে খুব কম বয়সে বিয়ে করেছিলেন এই অভিনেতা। মাত্র ১৯ বছর বয়সে জেমিনি গণেসান বিয়ে করেন। তিনি ১৯৪০ সালে আলামেলুকে বিয়ে করেছিলেন। যাকে তিনি আদর করে বাউবজি বলে ডাকতেন।
তবে আলামেলু এবং গণেসানের চারটি কন্যা ছিলো। তারা হলেন রেবতী, কমলা, জয়লক্ষ্মী ( তিনি মেডিকেল ডাক্তার ছিলেন) এবং নারায়ণী ( তিনি টাইমস অফ ইন্ডিয়ার সাংবাদিক ছিলেন)। আর এসবের মধ্যেই গণেশন তার সহ-অভিনেত্রী সাবিত্রীর প্রেমে পড়েন। সেইসময় সাবিত্রী আর গণেশনের জুটি সুপারহিট ছিলো। ছবির শুটিং চলাকালীনই তাদের মধ্যে সম্পর্ক হয়।
আর এরপর প্রথম স্ত্রী আলামেলু থাকতেও তিনি সাবিত্রীকে বিয়ে করেছিলেন। অভিনেতার এবং সাবিত্রী দুই সন্তান ছিল। তারা ছিলেন বিজয়া চামুন্ডেশ্বরী এবং একমাত্র পুত্র সতীশ কুমার গণেশন। তবে মিথুন গণেশনের সাবিত্রী ছাড়াও তার অনেক সম্পর্ক ছিল। এর পরে, জেমিনি গণেশন সুপরিচিত দক্ষিণ সিনেমা অভিনেত্রী পুষ্পাভ্যালিকে বিয়ে করেন, যার সাথে তার দুটি কন্যা রয়েছে – বলিউড অভিনেত্রী রেখা এবং রাধা।
আরও পড়ুন : অবৈধ সন্তান থেকে পরকীয়া, রেখার মায়ের মর্মান্তিক কাহিনী শুনলে কষ্ট পাবেন
আরও পড়ুন : Don 3-এর খলনায়ক এই বাঙালি অভিনেতা? খবর ঘিরে তোলপাড় টলিউড
আর এই অভিনেতার চতুর্থ স্ত্রী ছিলেন জুলিয়ানা অ্যান্ড্রু। যাকে তিনি জুলাই ১৯৯৮ সালে বিয়ে করেছিলেন। এরপর ২২ মার্চ ২০০৫ সালে ৮৪ বছর বয়সে কিডনির রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এই অভিনেতাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হয়েছিল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. করুণানিধি এবং জয়ললিতা সহ বিশিষ্ট ব্যক্তিরা অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন।