২৪ বছর পর বিদেশ থেকে দেশে ফিরেই সন্ন্যাস গ্রহণ করলেন বলিউডের সুন্দরী নায়িকা মমতা কুলকার্নি। বর্তমানে এই খবর ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। অবশ্য বেশ কয়েক বছর আগে থেকেই ধর্ম এবং ত্যাগের পথ অবলম্বন করেছিলেন মমতা। কিন্তু এই বছরের মহাকুম্ভে পাকাপাকিভাবে সন্ন্যাস গ্রহণ করলেন তিনি। বর্তমানে মমতাকে নিয়ে বেশ চর্চা চলছে। চর্চা শুরু হয়েছে তার অতীত নিয়েও। কারণ মমতার অতীত জীবনটা কিছু কম রঙিন ছিল না। ৯০ এর দশকের আর পাঁচজন অভিনেত্রীর থেকে মমতার জীবন অনেক বেশি বিতর্কিত ছিল।
বিতর্কে ভরা মমতা কুলকার্নির জীবন
৯০ এর দশকে সালমান খান, শাহরুখ খান, আমির খান থেকে শুরু করে অক্ষয় কুমারের নায়িকা হয়েছিলেন মমতা। একটানা ১০ বছর তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। অভিনয়ের জন্য যেমন প্রশংসা পেয়েছেন তেমনি ব্যক্তিগত জীবনের জন্য বারবার বিতর্ক সঙ্গী হয়েছে তার। যখন তিনি বলিউডের টপ অভিনেত্রী, তখন একবার টপলেস ছবি তুলে গ্রেপ্তার হয়েছিলেন। বোতাম খোলা জিন্স, শরীরের উপর অংশও সম্পূর্ণ অনাবৃত। হাতের কায়দায় ঢেকে রেখেছিলেন বুক। এটি ম্যাগাজিন কভারে এই ছবি মুক্তি পেতেই হইহই কাণ্ড শুরু হয়ে যায় দেশজুড়ে। গ্রেপ্তারও হতে হয় মমতাকে। ২০০০ টাকা দিয়ে তাকে জামিন নিতে হয়েছিল ওই মামলায়।
এখানেই শেষ নয়। ৯০ এর দশকের কুখ্যাত গ্যাংস্টার ছোট রাজনে সঙ্গেও মমতার ঘনিষ্ঠতা নিয়ে ব্যাপক চর্চা ছিল ইন্ডাস্ট্রিতে। মমতার একটি ভিডিও নিয়েও বিতর্ক ছিল। এরই মধ্যে আবার ‘চায়না গেট’ সিনেমার শুটিং এর সময় পরিচালক রাজকুমার সন্তোষীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন মমতা।
তারপর একদিন হঠাৎই বলিউড ছেড়ে বিদেশে চলে যান মমতা। শোনা যায় তিনি বিয়ে করেছিলেন ভিকি গোস্বামীকে। ভিকি ছিলেন ড্রাগ মাফিয়া। তাকে আন্তর্জাতিক ড্রাগ লর্ড বলা হত। ১৯৯৬ সালে ২০০০ কোটি টাকার মাদক মামলায় ভিকির নাম জড়ায়। ১৯৯৭ সালের মাদক মামলায় গ্রেফতার করা হয় ভিকিকে। তার ১২ বছরের কারাদন্ডের সাজা হয়।
আরও পড়ুন : সিনেমার থেকে কম নয় শ্রেয়া ঘোষালের প্রেম জীবন! তার স্বামী কে জানেন?
বলিউড ছেড়ে ধর্মের পথ বেছে নেন মমতা
ভিকির সঙ্গে মমতাও জড়িয়ে পড়েন এই বিতর্কে। ২০১৬ সালে মমতাকেও গ্রেফতার করা হয়। এরপরই মমতার বলিউড কেরিয়ার নষ্ট হয়ে যায়। যদিও ভিকিকে বিয়ে করার কথা কখনও স্বীকার করেননি মমতা। তার দাবি তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু পরে সবকিছু নষ্ট হয়ে যায়। ভিকির সঙ্গে সম্পর্ক রাখাটাই তার জীবনের দুর্ভাগ্য বয়ে এনেছে বলে মনে করেন অভিনেত্রী। বলিউড ছেড়ে তখন ধর্মের পথে নতুন জীবন শুরু করেন মমতা। তার দাবি তিনি বিগত ১২ বছর ধরে ব্রহ্মচর্য পালন করছেন। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন কিছুই খান না।
আরও পড়ুন : এই সিনেমার পর বন্ধ হয়ে যায় কাজ, শেষ হয়ে যায় মনীষা কৈরালার কেরিয়ার
নিজের বিরুদ্ধে উঠে সব অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন মমতা। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমাকে একটা সময় পলাতক ঘোষণা করা হয় কিন্তু আমি কোথাও পালিয়ে যায়নি। তবে যে ব্যক্তি আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তাকে কিছু মাসের মধ্যেই পলাতক ঘোষণা করা হয়। সেই কমিশনারের কোনও হদিশ পাওয়া যায়নি। ভালো করে খেয়াল করে দেখবেন,আমার বিরুদ্ধে কিন্তু কোনও প্রমাণ বা তথ্য পুলিশের কাছে আজও নেই।’’