অবৈধ সন্তান, পরকীয়া থেকে মেয়ের সঙ্গে যৌ়নাচার! আলিয়ার বাবার কেচ্ছা শুনলে শিউরে উঠবেন

Love, Sex And Controversy: The Vibrant Life Of Mahesh Bhatt : পরকীয়া থেকে অবাধ যৌনাচার! মহেশ ভাটের কীর্তি শুনলে চোখ কপালে উঠবে আপনার

বলিউড (Bollywood) – এ একেবারের প্রথম সারির পরিচালক তিনি। প্রচুর হিট ফিল্মও দিয়েছেন। কিন্তু ব্যক্তিগত জীবনে বারবারই পরিচালক মহেশ ভাট (Mahesh Bhatt) নানা বিতর্কে জড়িয়েছেন। কখনও তার স্ত্রীকে নিয়ে বিতর্ক, কখনও মেয়ের বয়সী কোনও নায়িকার সঙ্গে প্রেম, এমনকি, নিজের মেয়ের সঙ্গে সম্পর্ক নিয়েও বিতর্কে জড়িয়েছেন তিনি। কিন্তু এই পরিচালক তার জীবনে অনেক কষ্ট করেছেন। চলুন আজকে জেনে নিই মহেশ ভাটের পরিচালক হওয়ায় আগের জীবন সম্পর্কে।

ছোট থেকে মায়ের কাছেই মানুষ হয়েছেন মহেশ ভট্ট। বাবা শব্দটার সঙ্গে পরিচয় হলেও বাবার ভূমিকা কেমন হওয়া উচিত, তা জানতেন না তিনি। কারণ এক মুসলিম মায়ের জারজ সন্তান তিনি। আর তার এই মহেশ ভাট নাম তার বাবা নানাভাই ভট্ট রেখেছিলেন।আর তার মায়ের নাম ছিল শিরিন মহম্মদ আলি। কিন্তু মহেশের জন্মের পর তার ও তার মায়ের কোনও দায়িত্বই নাকি নেননি নানাভাই।

Mahesh Bhatt

মাতুঙ্গার ডন বসকো স্কুল থেকে পাশ করেছেন মহেশ ভট্ট। স্কুলে পড়াকালীন উপার্জন করা শুরু করেছিলেন। গরমের ছুটিতে নানা ধরনের ছোটখাটো কাজ করতেন অর্থ উপার্জনের জন্য। পাশাপাশি আবার ওই সময় থেকেই বিজ্ঞাপন তৈরির কাজও টুকটাক করতেন। সময় মহেশ ভাটের জীবনে এমন একটি সময় এসেছিল যখন তিনি প্রবীণ অভিনেত্রী স্মিতা পাতিল এবং বিনোদ খান্নার সচিব হিসাবে কাজ করেছিলেন।

এরপর মাত্র ২৬ বছর বয়সে, মহেশ ভাট চলচ্চিত্র নির্মাণ শুরু করেন এবং এখান থেকে তার ক্যারিয়ার একটি নতুন দিকনির্দেশনা পায়। মহেশ ভট্টের প্রথম স্ত্রী কিরণ ছিলেন তার স্কুল জীবনের বন্ধু। কিরণের প্রকৃত নাম লরেন ব্রাইট। পরে তিনি নাম বদলে নেন। কিরণ আর মহেশের দুই সন্তান-পূজা ভট্ট এবং রাহুল ভট্ট। কিন্তু কিরণের সঙ্গে মহেশের বিবাহিত জীবন খুব সুখের ছিল না।

Mahesh Bhatt

কারন সে সময় বলিউডের সুপার হিট নায়িকা পরভিন ববির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মহেশ ভট্ট। তারপর পারভিন মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ায় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন মেহেশ বাবু। তারপর তিনি সোনি রাজদান নামে এক অভিনেত্রীর প্রেমে পড়েন। কিছু সময়ের জন্য সোনি রাজদানের সাথে ডেটিং করার পর, তিনি তার প্রথম স্ত্রীকে তালাক দিয়েছিলেন এবং সোনি রাজদানকে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন।

আরও পড়ুন : মহেশ ভাট নন, আলিয়াকে নিজের ‘প্রথম সন্তান’ বলে দাবি করলেন এই তারকা

Mahesh Bhatt

আরও পড়ুন : বিলাসবহুল বাড়ি, গাড়ি! আলিয়া ভাটের মোট সম্পত্তির পরিমাণ নীতা আম্বানিকেও লজ্জায় ফেলবে

এই বিয়ে থেকে পরিচালকের দুই মেয়ে রয়েছে। সোনি রাজদানের মেয়েই আলিয়া ভট্ট। দ্বিতীয় বিয়ে ও চার সন্তানের পরও মহেশ ভাটের সম্পর্ক থেমে থাকেনি। চলচ্চিত্রের সেটে কোনো না কোনো অভিনেত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে এমন খবর সবসময়ই পাওয়া যায়। এমনকি তিনি নিজের মেয়ে পূজা ভাটকে নিয়েও বিতর্কে জড়িয়েছিলেন। তবে মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট বর্তমানে বলিউডের নামকরা অভিনেত্রী।