বলিউড অভিনেতা আমির খানের কেরিয়ারের অন্যতম সফল ছবি ছিল লগান। প্রায় ২ দশক আগে মুক্তি পেয়েছিল এই সিনেমা। ব্রিটিশ ভারতের প্রেক্ষাপটে একটি গ্রামের মানুষদের ক্রিকেট খেলে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই দারুণ উপভোগ করেছিলেন দর্শকরা। বক্স অফিস কালেকশনের নিরিখে ব্যাপক হিট হয়েছিল এই সিনেমাটি। তবে জানেন কি এই সিনেমা মুক্তির আগে এতোটুকুও আশাবাদী ছিলেন না নির্মাতারা। তারা ধরেই নিয়েছিলেন এই সিনেমা ফ্লপ হবেই। নেপথ্যে কারণ নাকি অমিতাভ বচ্চন। না, এই সিনেমাতে অভিনয় করেননি তিনি। তবুও কেন এমনটা ভেবেছিলেন নির্মাতারা?
আসলে লগান সিনেমাতে শুরুতেই একটি ভারী কন্ঠের ধারাভাষ্য শোনা যায়। সেই কন্ঠ অমিতাভ বচ্চনের। সিনেমাতে অভিনয় না করেও তাই এই সিনেমার একটা অংশ ছিলেন তিনি। আর সেটাই নাকি এই সিনেমার সব থেকে বড় দুর্ভাগ্য ছিল। কারণ বলিউডে প্রচলিত আছে এই কথা যে অমিতাভ বচ্চন যে সিনেমাতে ধারাভাষ্য দেন, সেই সিনেমা ফ্লপ হয়। এর আগেও বেশ কিছু সিনেমা ফ্লপ হয়েছিল, যেখানে অমিতাভ বচ্চন ধারাভাষ্য দিয়েছিলেন। লগান ফ্লপ হবে, জাভেদ আখতার একপ্রকার ঘোষণা করেই দিয়েছিলেন সিনেমা মুক্তির আগে। কিন্তু মিরাকেল দেখালো লগান।
শুধু অমিতাভ বচ্চন নন, এই সিনেমা ফ্লপ হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে আরো বেশ কিছু কারণ দেখিয়েছিলেন তারা। বলেছিলেন সবদিক থেকে লগান ফ্লপ হবে। কারণ ওই সময় দর্শকরা ক্রিকেট নিয়ে সিনেমা দেখতে আগ্রহী ছিলেন না। তার উপর সিনেমাতে কোনও বিদেশের দৃশ্য ছিল না। পুরোপুরি গ্রামে শুটিং করা হয়েছিল। একেবারে অন্য ধারার এমন সিনেমা দর্শকরা গ্রহণ করবেন না বলেই মনে করেছিলেন বলিউডের একাংশ। অমিতাভ বচ্চনও আমির খানকে ডেকে সতর্ক করে দিয়েছিলেন। কারণ তিনি নিজেও বিশ্বাস করতেন সিনেমাতে তার কন্ঠের ধারাভাষ্য অপয়া। দুর্ভাগ্য ডেকে আনবে।
আরও পড়ুন : আমির খানের কেরিয়ার নষ্ট করে দিতে চেয়েছিল শাহরুখ-সালমান!
আরও পড়ুন : যৌনসঙ্গী নাকি জীবনসঙ্গী? কেন গৌরী স্প্রাটের প্রেমে পড়লেন আমির খান?
একমাত্র বেঁকে বসেছিলেন আমির খান। তিনি এইসব নেগেটিভ কথাকে পাত্তাই দেননি। অমিতাভের ধারাভাষ্য সহ মুক্তি পেল লগান। তারপর বাকিটা ইতিহাস। দর্শকদের প্রশংসা ও ভালবাসাতে ভরে গেল বক্স অফিসও। বলিউডের সব মিথ ভেঙে দিল এই সিনেমা।