আম্বানি-আদানীরা তো বাচ্চা! এই ভারতীয়র ধনসম্পত্তির কাছে বিশ্বসেরা ধনকুবেরাও ফেল

India`s first billionaire : ভারত (India) -র ধনী ব্যাক্তিদের তালিকায় রয়েছেন একাধিক জনপ্রিয় ব্যবসায়ী। ভারতের ধনী ব্যক্তি বলতেই বহু মানুষই রতন টাটা, মুকেশ আম্বানির এবং গৌতম আদানির কথা বলবে। কিন্তু ভারতের ইতিহাস বলছে আম্বানি বা বিড়লা নন, দেশের সবথেকে ধনী ব্যক্তি হলেন নিজাম মীর ওসমান (Nizam Mir Osman)। যার সম্পত্তির কাছে এখনকার ধনকুবেরা শিশু।

১৯১১ সালে মাত্র ২৫ বছর বয়সে হায়দ্রাবাদের সিংহাসনে অধিকার লাভ করেন নিজাম মীর ওসমান। তিনি ভারত সরকার কর্তৃক একটি রাজ্যে স্বাক্ষর করতে বাধ্য না হওয়া পর্যন্ত হায়দ্রাবাদের নিজাম ছিলেন। টানা ৩৭ বছর রাজত্ব চালিয়েছেন তিনি। মীর ওসমান তার বিলাসবহুল জীবন ধারা এবং বিশাল অর্থ সম্পত্তির জন্য সারা বিশ্বেই বিশেষ পরিচিত ছিলেন।ইতিহাসের পাতায় আজও তার নাম রয়ে গেছে।

Nizam Mir Osman

তবে জানেন কী নিজাম মীর ওসমান আলি খানকে স্বাধীন ভারতের প্রথম বিলিয়নিয়ার হিসেবে গণ্য করা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতে, নিজামদের শেষ মীর ওসমান আলী খান ছিলেন ভারতের প্রথম এবং ধনীব্যাক্তি। যিনি কিনা আনুমানিক ২৩০ বিলিয়ন মার্কিন ডলারের অর্থাৎ ১৭.৪৭ লাখ কোটি টাকার মালিক ছিলেন।

টাকার অন্ত নেই। ফলে শখ-শৌখিনতাও ছিল সীমাহীন। মীর ওসমান আলির বেশ কয়েকটি বিলাসবহুল রোলস রয়েস গাড়ি ছিল। এছাড়াও তিনিই প্রথম ভারতীয় যিনি কিনা ব্যক্তিগত বিমান সংস্থার মালিক ছিলেন। আবার তার কাছে একটি ‘জ্যাকব ডায়মন্ড’ ছিল। এই অত্যন্ত বড় ও অপূর্ব হীরের বর্তমান হিসাবে দাম ছিল প্রায় ১,০০০ কোটি টাকা!

Nizam Mir Osman

তবে মজার বিষয় হল, এই হাজার কোটির হিরে স্রেফ পেপারওয়েট হিসাবে ব্যবহার করতেন হায়দরাবাদের নিজাম। ওসমান আলি খানের বাবা মেহবুব আলি খান হায়দরাবাদের ষষ্ঠ নিজাম ছিলেন। তিনি নাকি এই বিশাল হিরেটিই তার চপ্পলের জগায় লাগিয়েছিলেন। তবে পরে সেটি খুলিয়ে পেপারওয়েট হিসাবে ব্যবহার করতেন ওসমান আলি।

Nizam Mir Osman

আরও পড়ুন : ১০০ কোটির চাকরি ছেড়ে ২০০ টাকার টিউশন! খান স্যারের কাহিনী মন ছুঁয়ে যাবে আপনার

অন্যদিকে তিনি ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের বস্তুগত, সামরিক এবং আর্থিক সহায়তা দিয়েও সাহায্য করেছিলেন। এছাড়াও নিজাম মীর ওসমান ওসমানিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে তিনি নিজে জীবন যাপন করতেন সাধারণ ভাবে। তবে শোনা যায় মীর ওসমানের হীরেটি ১৯৯৫ সালে নিজামস ট্রাস্ট থেকে ভারত সরকার এই হিরে কিনে নেয়। বর্তমানে এটি মুম্বইতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের একটি সুরক্ষিত ভল্টে রাখা আছে।

আরও পড়ুন : আম্বানির থেকে ২৪ গুণ বেশি বেতন পান রিলায়েন্সের এই কর্মী, রইল পরিচয়