Bagha Jatin Actress Sreeja Dutta : সুযোগ বোধহয় এভাবেই আসে। ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে হঠাৎ করেই বড়পর্দায় কাজের সুযোগ পেয়ে গেল ছোট্ট মেয়েটি। প্রথম সিনেমা, তাও আবার দেব (Dev) -র বিপরীতে। অরুণ রায় পরিচালনায় ‘বাঘাযতীন’ (Bagha Jatin) সিনেমায় কাজ করে ঠিক কেমন অনুভূতি হচ্ছে টলিউড (Tollywood) -র অভিনেত্রী সৃজা দত্ত (Sreeja Dutta) -র, নিজের মুখেই জানালেন সেই সমস্ত কথা।
আনন্দবাজার অনলাইনে সাক্ষাৎকার দেওয়ার সময় সৃজা সিং নিজের জীবনের নানান অজানা কথা তুলে ধরলেন সকলের সামনে। সৃজা বলেন, অনেক ছোটবেলা থেকেই ইন্ডাস্ট্রির প্রতি একটা আলাদা আকর্ষণ কাজ করত আমার। ইঞ্জিনিয়ারিং পড়েছি শুধুমাত্র টেকনিক্যাল ডিগ্রী পাওয়ার জন্য। এমবিএ করার ইচ্ছা ছিল তাই ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম আর কিছু না। অভিনয়টা ভালোবেসেই করি সাফল্যটা আমার কাছে বড় কথা নয়। আমি শুধু ভালো কাজ করতে চাই আর চাই সকলের সঙ্গে যেন সুসম্পর্ক বজায় থাকুক। বিতর্কের মাধ্যমে আমি একেবারেই জনপ্রিয়তা চাই না।
জীবনের লড়াই নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, “ছোটবেলা থেকেই আমি দাদুর কাছে মানুষ তাই এই মুহূর্তে সবথেকে বেশি আমার মনে পড়ছে সেই মানুষটাকেই। বাবাকে মনে পড়ছে কিন্তু বাবার থেকেও সবথেকে বেশি মিস করছি দাদুকে। যে সময় বাবাকে পাশে পাওয়ার কথা ছিল সে সময় আমি পেয়েছি আমার মাকে। জানিনা বাবা থাকলে এই বিষয়টাকে কতটা সাপোর্ট করতেন কিন্তু বাবা আর দাদু যদি দুজনে থাকতেন তাহলে আমি দুজনের থেকেই জানতে চাইতাম আমাকে পর্দায় দেখে কেমন লাগছে তাদের”?
অভিনেতা দেবের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন জিজ্ঞাসা করায় অভিনেত্রী বলেন,” ক্যামেরার সামনে একদমই আত্মবিশ্বাসী। সেটে এতগুলো মানুষ তার ওপর দেবদাকে দেখে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। তবে দু একটা শর্ট নেওয়ার পর সেই ভয় কেটে যায়। আমি সব কাজ দেবদাকে জিজ্ঞাসা করেই করি। সাক্ষাৎকার দেবার আগেও দেবদাকে জিজ্ঞাসা করেছিলাম কি বলবো? দেবদা বলেছিলেন, যেটা মন চাইছে সেটাই বলতে আর তারপর থেকে আমি সেটাই করি”।
নায়িকা সুলভ আচরণ নিয়ে প্রশ্ন করায় অভিনেত্রী বলেন,” নায়িকা সুলভ আচরণ এখনো আমি কিছুই করতে পারছি না। এত সাজগোজ সবসময় শাড়ি পড়ে থাকা, কোন কিছুই সামলাতে পারছি না আমি। বৃষ্টি পড়লে মাঝে মাঝে ইভেন্টে পৌঁছাতে দেরি হয়ে যায় তবে সেটাকে একেবারেই নায়িকা সুলভ আচরণ বলবো না আমি কারণ আমি এমনিতে ভীষণভাবে পাংচুয়াল। তবে প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় সেটা মোটামুটি শিখে গেছি এতদিনে যেটাকে নায়িকা সুলভ আচরণ বলতেই পারেন আপনি”।
আরও পড়ুন : ৫০ পেরিয়েও অটুট যৌবন! বয়স ধরে রাখতে রোজ এই ছোট্ট কাজ করেন সৌরভ গাঙ্গুলী
আরও পড়ুন : শ্রাবন্তী তো কিছুই না, সর্বাধিক বিয়ে করে রেকর্ড করেছেন এই বলিউড অভিনেত্রী
টলিউডের নবাগতা এই অভিনেত্রীর জীবনে এখন একটাই লক্ষ্য, ভালো কাজ করতে চান তিনি সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও চাকরি কোনদিনই তার লক্ষ্য ছিল না। বর্তমানে তিনি অভিনয় দুনিয়াতেই তার কাজের মাধ্যমে পরিচিতি পেতে চান। দেবের হাত ধরে টলিউডে অভিষেক হওয়াতে তার জন্য সিনেমার রাস্তা খুলে গেল আরও।