বর্তমানে টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। টলিউডের বনি সেনগুপ্তের (Bonny Sengupta) নাম উচ্চারিত হলেই তার পাশাপাশি কৌশানীর নামও উঠে আসে। একে অপরকে ছাড়া বলতে গেলে ছবি তারা বিশেষ করেন না। আবার বাস্তবে তাদের মধ্যে রয়েছে প্রেমের ঘনিষ্ঠতা। এহেন কৌশানীর নামও তাই বনির সঙ্গে সঙ্গেই জড়াচ্ছে SSC দুর্নীতিতে (SSC Scam)।
পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরেই টলিউডে কৌশানী তার কেরিয়ার শুরু করেছিলেন। টলিউডের তার উত্থান হয়েছিল সৌন্দর্য প্রতিযোগিতার হাত ধরে। ‘সুন্দর হাসি’, ‘সুন্দর চুল’ শিরোপা জিতে সটান রাজ চক্রবর্তীর ছবির নায়িকা হন তিনি। সেই ছবিতেই বনি ছিলেন তার হিরো। ছবির নাম ‘পারবো না আমি ছাড়তে তোকে’, মুক্তি পেয়েছিল ২০১৫ সালে।
এরপর টলিউডের একের পর এক ছবিতে অভিনয় করতে শুরু করেন বনি-কৌশানী। তবে শুধু বনি নয় দেব, জিৎ, অঙ্কুশের বিপরীতেও তাকে দেখা গিয়েছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূলের হয়ে লড়াই করেছিলেন। এদিকে তার প্রেমিক বনি আবার বিজেপিতে যোগ দেন। তারকা মুখ হওয়া সত্ত্বেও হেরে যান কৌশানী
এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্তে কুন্তলকে জেরা করে ইডি জেনেছে তার সঙ্গে বনি সেনগুপ্তর ৩৫ লক্ষ টাকার লেনদেন হয়েছিল। সেই প্রসঙ্গে বিস্তারিত জানার জন্য বনিকে ইডি তলব করে। তবে শোনা যাচ্ছে ইডির নজর নাকি রয়েছে টলিউডেরই আরও চার অভিনেত্রীর দিকে। স্বাভাবিকভাবেই তাই কৌশানীর নাম উঠে আসছে।
কৌশানী অবশ্য নিজেই স্বীকার করেছেন তিনি কুন্তল ঘোষের একটি ইভেন্টে অংশ নিয়েছিলেন একবার। এছাড়া কুন্তল ঘোষের থেকে যে বিউটিশিয়ান সোমা চক্রবর্তীর নাম বারবার উঠে আসছে তার নেল পার্লারের প্রচারের মুখ হিসেবেও নাকি দেখা গিয়েছিল কৌশানীকে। আনন্দবাজারের কাছে কুন্তল প্রসঙ্গে মুখ খোলেন কৌশানী।
কৌশানীর কথায়, “আমরা আমাদের কাজ করেছি। বেরিয়ে এসেছি। আমি একটা দুটো ইভেন্টে গিয়ে থাকতে পারি ওর এলাকায়। আমি ১০০ টা লোকের ইভেন্ট করি। সবচেয়ে বেশি ইভেন্ট এবং শো করি। প্রচুর মাচা শো করি। আমি যদি কারও মাচায় গিয়ে থাকি তাহলে তার সঙ্গে এই ঘটনা মেলানোর কোনও যৌক্তিকতা নেই। কোনও লেনদেনও থাকতে পারে না।”
সেই সঙ্গে তিনি এও বলেন বনির সঙ্গে পরিচয় সূত্রেই কুন্তলের সঙ্গে তার আলাপ হয়েছিল। তৃণমূলের যুব নেতার সঙ্গে তার কোনও ব্যক্তিগত আলাপ ছিল না। তাকে একটি ইভেন্টের জন্য বলেছিলেন কুন্তল। সেই ইভেন্ট তিনি করে দিয়েছিলেন। তার জন্য উনি টাকাও পেয়েছিলেন। তবে সেখানেই সব শেষ হয়ে যায়।