একাধিক বিয়ে, স্ত্রীদের একসঙ্গে রাখতে চেয়েছিলেন! উদিত নারায়ণের জীবনে রয়েছে অনেক বিতর্ক

সম্প্রতি একটি অনুষ্ঠানের মঞ্চে অনুরাগীকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বিতর্কের শিরোনাম দখল করে রয়েছেন উদিত নারায়ণ। সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিও। এই নিয়ে সাফাইও দিয়েছেন গায়ক। তবে উদিত নারায়ণের জীবনে এমন বিতর্ক এই প্রথম নয়। এর আগেও বহুবার ব্যক্তিগত জীবন নিয়ে এরকমই বিতর্কে শিরোনামে থেকেছেন উদিত। বিশেষ করে একাধিকবার বিয়ে করে রীতিমতো আইনি জটিলতায় ফেঁসে গিয়েছিলেন তিনি।

উদিত নারায়ণের স্ত্রী দীপা নারায়ণের কথা সকলেই জানেন। তাদের ছেলের নাম আদিত্য নারায়ণ। গোটা পরিবারটাই সংগীত দুনিয়ার সঙ্গে যুক্ত। অতীতের স্ত্রী দীপাও একজন গায়িকা। নেপাল থেকে তিনি মুম্বাইতে এসেছিলেন গায়িকা হওয়ার জন্য। দুজনের আলাপ হয়, প্রেম হয়, এবং তারা বিয়ের পিঁড়িতে বসেন। তাদের বিয়ের পর আদিত্যের জন্ম হয়। কিন্তু বেশ কয়েক বছর পর হঠাৎ করেই ফাঁস হয় আদিত্যের জীবনের গোপন কথা।

Udit Narayan

আসলে ১৯৮৫ সালে রঞ্জনা নামের এক মহিলাকে বিয়ে করেছিলেন আদিত্য। স্ত্রীকে বিহারে রেখে তিনি মুম্বাইতে চলে গিয়েছিলেন। সেই বিয়ের খবর লুকিয়েই তিনি দীপাকে বিয়ে করেন। তারপর ২০০৬ সালে আদিত্য যখন পাটনাতে একটি অনুষ্ঠানে আসেন তখন রঞ্জনা সাংবাদিকদের নিয়ে স্বামীর মুখোমুখি হন। সেই সময় স্বামীর কীর্তি ফাঁস করে দেন তিনি। রঞ্জনা বলেন উদিত নারায়ণ নাকি তাকে হুমকি দিয়েছিলেন তিনি যদি সত্যিটা সকলকে বলে দেন তাহলে উদিত আত্মহত্যা করবেন। দীপাকে বিয়ের খবরটাও তিনি রঞ্জনার কাছে দীর্ঘদিন লুকিয়ে রেখেছিলেন।

আরও পড়ুন : রাতারাতি ন্যাশনাল ক্রাশ হয়েছিলেন! কোথায় হারিয়ে গেলেন ‘সির্ফ তুম’ নায়িকা?

Udit Narayan

আরও পড়ুন : বিয়েতে বিশ্বাস নেই, কুমারী মা হতে চান! সিরিয়ালের জনপ্রিয় নায়িকার কথা শুনে শোরগোল নেটপাড়ায়

যাই হোক উদিত কিন্তু প্রথম প্রথম রঞ্জনাকে বিয়ের খবরটা অস্বীকার করেছিলেন। পরে আইনের চাপে পড়ে তাকে স্বীকার করতে হয়েছিল প্রথম বিয়ের কথা। রঞ্জনা বলেন উদিত তাকে এবং দীপাকে একসঙ্গেই স্ত্রীর মর্যাদা দিতে চেয়েছিলেন। উদিতের কাছে স্ত্রী হিসেবে সবকিছুই পেয়েছেন বলে জানান রঞ্জনা। উদিত নারায়ণের জীবনের এই বিতর্ক নিয়ে অনেক চর্চা হয়েছিল।