এক চুমু বিতর্কে রক্ষে নেই, দিনরাত সমালোচনায় বিদ্ধ হচ্ছেন উদিত নারায়ণ। তারই মধ্যে আবার সমালোচকদের বুড়ো আঙ্গুল দেখিয়ে আরও এক অনুরাগীর ঠোঁটে ঠোঁট রাখলেন গায়ক। ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেট নাগরিকদের। উদিত নারায়ণের এ রকমই একের পর এক নতুন নতুন চুম্বন ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হচ্ছে দেদার। সমালোচনাও হচ্ছে চরম।
নতুন যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে মঞ্চের উপর হাঁটু মুড়ে বসে রয়েছেন উদিত। তাকে ঘিরে রয়েছেন এক ঝাঁক তরুণী। তাদের মধ্যেই একজন সেলফি তোলার আবদার রাখেন গায়কের কাছে। ছবি তোলার পর পেছন থেকে জড়িয়ে ধরে প্রথমে অনুরাগিনীর গালে গাল ঠেকান উদিত। তারপর সোজা তার ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে দেন। রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে এই নতুন ভিডিওটি।
আরও পড়ুন : রাতারাতি ন্যাশনাল ক্রাশ হয়েছিলেন! কোথায় হারিয়ে গেলেন ‘সির্ফ তুম’ নায়িকা?
তবে চুমু নিয়ে এত বিতর্ক হলেও উদিত কিন্তু গুরুত্ব দিতে নারাজ। তার মতে, তিনি নিপাট ভদ্রলোক। অনুরাগীরা তাকে এত ভালবাসেন যে তিনি সেই ভালোবাসা এড়িয়ে চলতে পারেন না। আর বিতর্ক যা হচ্ছে এতে নাকি তারই জনপ্রিয়তা বাড়ছে। শুধুই যে অনুরাগীদের সঙ্গেই এমনটা করেন তিনি তা কিন্তু নয়। এরই মাঝে একবার ভাইরাল হয়েছিল শ্রেয়া ঘোষালের সঙ্গে তার একটি ভিডিও। তাকে দেখা যায় মঞ্চে উঠতেই শ্রেয়াকে জড়িয়ে গালে চুম্বন করেন উদিত। আচমকা এই ঘটনায় অবাক হয়ে গিয়েছিলেন শ্রেয়া নিজেও।
Another video of Udit Narayan pic.twitter.com/dYGWgPfUHl
— Savage SiyaRam (@SavageSiyaram) February 5, 2025
আরও পড়ুন : যোগ্যদের পদ্ম সম্মান দেওয়া হচ্ছে না! অরিজিত পদ্মশ্রী পেতেই বিস্ফোরক সোনু নিগম
শ্রেয়ার পাশাপাশি অলকা ইয়াগ্নিকের সঙ্গেও এমনটা করেছেন এই বলিউড গায়ক। অলকা যে কতটা অপ্রস্তুত হয়ে পড়েছিলেন সেটা ভিডিওটিতেই ধরা পড়ছে। যদিও এত সমালোচনার মাঝে কিন্তু উদিতকে সমর্থন জানিয়েছেন তার বন্ধু অভিজিৎ ভট্টাচার্য। তার মতে উদিত নাকি খেলোয়াড়। তবে উদিতের কথায়, ‘‘আসলে অনুরাগীরা আমাদের দেখে পাগলের মতো করতে থাকেন। আমি নিপাট ভদ্রলোক। ওঁরা যখন সামনে থেকে এতটা ভালবাসা দেন, তখন সেটা আগ্রাহ্য কি করা যায়! দেখুন অনুষ্ঠানে অনুরাগীরা হাত ধরতে চায়। ছবি তুলতে চায়, কেউ হাতে চুমু দেয়। এ সব বিষয়ে বেশি মাথা ঘামানো উচিত নয়।’’